ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

ছবি: বিবিসি অনলাইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ০৫:৫৯ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:০৩

ইউক্রেনের খারকিভে মঙ্গলবার সকালে রাশিয়ার হামলায় ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। 

রাশিয়ান হামলায় পুরো ইউক্রেন জুড়ে বেসামরিক মানুষ নিহতের খবর পাওয়া যাচ্ছে বলে জানায় বিবিসি। সংবাদমাধ্যমটি বলেছে, ইউক্রেনে প্রকৃত কী ঘটছে স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারছে না তারা। 

এর আগে ইমার্জেন্সি কর্মকর্তারা বলেছিলেন, খারকিভের প্রশাসনিক ভবনে হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ছয় জনকে উদ্ধার করা হয়েছে। তবে তারা মৃত না জীবিত তা জানতে পারেনি বিবিসি। সোমবার খারকিভে রাশিয়ার বোমায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

এ দিকে সোমবার জাতিসংঘ বলেছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালীন চার শতাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত ১০২ জন নিহত হয়েছেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



আরও পড়ুন

×