ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউক্রেনের খারকিভে শঙ্কায় দিন কাটছে ভারতীয় শিক্ষার্থীদের

ইউক্রেনের খারকিভে শঙ্কায় দিন কাটছে ভারতীয় শিক্ষার্থীদের

বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৬:০৪ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৮:৫৫

ইউক্রেনের খারকিভে সংঘাত বেড়েই চলেছে। পূর্ব ইউরোপের দেশটির শহরটিতে রুশ হামলার মাত্রা বাড়ার পর মিলছে মৃত্যুর খবরও। এর মধ্যে শঙ্কায় দিন পার করছেন সেখানে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

২২ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী সৌম্য থমাস কয়েকদিন আগে কলেজ হোস্টেল থেকে পালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। এমন সময় ভয়াবহ একটি বিস্ফোরণের শব্দে আমরা কেঁপে ওঠি। পুরো ভবন কেঁপে ওঠে।

এ হামলার কারণে সৌম্যের মতো ওই শহরে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীরা জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

লজিস্টিক বাধা সত্ত্বেও ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে অন্তত ১২ হাজারের মতো ভারতীয় শিক্ষার্থীকে। কিন্তু এখনও বহু ভারতীয় শিক্ষার্থী সেখানে আটকে রয়েছেন। জীবন বাঁচাতে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন নোংরা বাঙ্কারে। 

এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বিবিসি জানিয়েছিল, সে দিন সকালে খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

৭ম দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম ছয় দিনে ছয় হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

আরও পড়ুন

×