ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি কি?

ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি কি?

মো. মিলন হোসেন

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ০০:৫৪

বাংলাদেশে এখন মহা আতঙ্কের নাম ডেঙ্গু। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছে। ২০২৩ সালে সারাদেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। অধিদপ্তরের তথ্যানুসারে, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৩ বছরে ডেঙ্গুতে মারা যায় ৮৬৮ জন। আর ২০২৩ সালেই মারা যায় ১ হাজার ৭০৫ জন, যা বিগত দুই দশকের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ।
পৃথিবীতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর পরিবর্তনের প্রভাব পড়েছে ডেঙ্গুর ক্ষেত্রেও। কেননা, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একটা সময় ছিল, যখন টানা কয়েক দিন মুষলধারে বৃষ্টি হতো, ভারী বৃষ্টি হতো। কিন্তু এখন আর তেমনটা দেখা যাচ্ছে না। বরং গত বছরের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এডিস মশার বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সাহায্য করেছে। এডিস মশা বিভিন্ন পাত্রে জমে থাকা পানির মধ্যে বংশ বিস্তার করে। পুরো দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ঢাকায়। 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের প্রথম তিন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে সংখ্যক লোক মারা গিয়েছিল, চলতি বছরের প্রথম তিন মাসে তা দ্বিগুণ হয়েছে। 
কোনো কোনো জনস্বাস্থ্যবিদের ধারণা, ডেঙ্গু তার ধরন পরিবর্তন করে চিকুনগুনিয়ার দিকে ঝুঁকতে পারে। তখন এই পরিকল্পনা কীভাবে কাজ করবে কিংবা উদ্ভূত পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সেটা বিবেচনার বিষয়। এ বিষয়ে আগাম পরিকল্পনা নেওয়া প্রয়োজন। 
প্রকৃতপক্ষে, সিটি করপোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কিন্তু তারাও যে তাদের কাজ ঠিকমতো করছে না– সেটাও স্পষ্ট হয়েছে বিগত দিনগুলোতে। বছরজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক কার্যক্রম চালাতে হবে।
এখন গ্রামের দিকেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কাজেই শহরের পাশাপাশি গ্রামের দিকেও বিশেষ নজরদারি প্রয়োজন। সবার সমন্বিত উদ্যোগ, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, বাস্তবসম্মত পরিকল্পনা এবং সেই সঙ্গে কর্তৃপক্ষ তার দায়িত্ব যথাযথ পালন করলে ডেঙ্গুর থাবা থেকে রক্ষা পাওয়া অনেকটাই সহজ হবে।

nমো. মিলন হোসেন: পপুলেশন সায়েন্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
 

আরও পড়ুন

×