খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

খালেদা জিয়া। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৯:০২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে তদন্ত কর্মকর্তা ও দুদকের তৎকালীন উপপরিচালক সাহেদুর রহমানের জবানবন্দি গ্রহণ শেষ করেন। এর পর তাঁকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবীরা। এসব তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া বলেন, মামলার ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
খালেদা জিয়া ছাড়া এই মামলার অন্য সাত আসামি হলেন– তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। চার্জশিটভুক্ত অন্য তিন আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন– তৎকালীন বিএনপি সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ দিনের রিমান্ড বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গতকাল এ নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত ডিবি পুলিশের করা এই আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার শুনানি শেষে এ রিমান্ডে নেওয়ার আদেশ দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীন। এর আগে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ।
এদিকে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল এ আদেশ দেন।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বাংলামটর প্ল্যানার্স টাওয়ারের ১৪ তলায় তাঁর অফিস থেকে একটি রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি মুশফিকুর। সাফায়েতের বিরুদ্ধে খিলগাঁও থানায় এবং কুড়িগ্রামের রৌমারীতে মামলা রয়েছে।
- বিষয় :
- খালেদা জিয়া
- মামলা
- নাইকো দুর্নীতি মামলা