ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

‘অদৃশ্য’ হয়ে যাবে শনির বলয়

‘অদৃশ্য’ হয়ে যাবে শনির বলয়

শনির বলয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ২০:৪৫ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ২০:৫১

নক্ষত্র বিজ্ঞানীদের শনির বলয় দেখার সময় হাতে খুব একটা বেশি নেই। মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে, শনি গ্রহের বলয় ২০২৫ সালের মধ্যে পৃথিবী থেকে ‘অদৃশ্য’ হয়ে যাবে। ১৮ মাসের মধ্যে পৃথিবী থেকে এই গ্রহের নক্ষত্রমণ্ডলীর রিংয়ের বেষ্টনী অদৃশ্য হবে বটে, তবে এতে দুশ্চিন্তার তেমন কারণও নেই। ২০৩২ সালের মধ্যে এটি আবার সম্পূর্ণভাবে স্বমহিমায় ফিরে আসবে। খবর-টাইমস অব ইন্ডিয়া 

শনির বলয় সিস্টেম এই গ্রহের পৃষ্ঠ থেকে ১ লাখ ৭৫ হাজার মাইল পর্যন্ত বিস্তৃত। এ কারণে পৃথিবী থেকেও তা জ্যোতিষীদের কাছে দৃশ্যমান। অদৃশমান হওয়ার এই সময়ে গ্রহটির বলয় পৃথিবীর প্রান্তে যুক্ত হবে। যার ফলে ২০২৫ সালে বলয়ের বিশাল রিংগুলো প্রায় অদৃশ্য রেখায় বিবর্ণ হয়ে যাবে। সহজভাবে বলতে গেলে, শনির একাধিক বলয় অদৃশ্য হবে। আশার কথা হচ্ছে- এটি একটি অপটিক্যাল বিভ্রম। ২০২৫ সালের পর রিংগুলো পৃথিবী থেকে আর দৃশ্যমান হবে না। 

শনি গ্রহ বর্তমানে ৯ ডিগ্রি আঙ্গেলে (কোণ) নিচের দিকে কাত অবস্থায় রয়েছে। ২০২৪ সালে যা আরও কমে ৩ দশমিক ৭ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে ঝুঁকে পড়বে। মজার ব্যাপার হলো- ২০২৫ সালের মার্চ মাসে এই অ্যাঙ্গেল একেবারে শূন্যতে ছুঁয়ে যাবে। 

নাসার মতে; সৌভাগ্যের কথা হলো- বলয়ের এই রিংগুলো ফিরে আসার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। কারণ গ্রহটি আবার আবর্তিত হবে। তখন রিংগুলোর অন্য দিকও দৃশ্যমান হবে। ২০৩২ সালে যখন তা ২৭ ডিগ্রি আঙ্গেলে ঘুরে আসবে তখন সবচেয়ে সুন্দরভাবে শনির বলয় দেখা যাবে।  

সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে শনি গ্রহের সময় লাগে ২৯ বছর ৫ মাস। এটি সূর্যকে প্রদক্ষিণ করার সময় সূর্যের সাপেক্ষে শনির বলয়ের কোণ ২৭ দশমিক ৩ ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তিত হয়।
এই প্রায় ৩০ বছরে মাত্র দুই বার রিংগুলো সূর্য ও পৃথিবীর প্রান্তে আসে। শেষবার রিংগুলো ‘অদৃশ্য’ হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বর এবং ১৯৯৬ সালে।

শনির বলয়গুলো খুব পাতলা (বেশিরভাগই ৯০ মিটার উচ্চতা) হওয়ার কারণে যখন এগুলো পৃথিবীর প্রান্তে থাকে তখন ছোট টেলিস্কোপ দিয়ে দেখা হলে সেগুলো অদৃশ্য হয়ে যায়। শনির রিং অতিক্রমের সময় ১৫ বছরে একবার এমনটি ঘটে।
 

আরও পড়ুন

×