সংসদে পররাষ্ট্রমন্ত্রী
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক তৎপরতা চলমান

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ২০:০৭ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ২০:০৮
যুক্তরাষ্ট্রে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু থেকে ক্রমাগত প্রতিবাদ জানিয়ে আসছে। র্যাবের বিরুদ্ধে আনীত কথিত অভিযোগসমূহের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে পদ্ধতিগতভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টা ও বিধিগত প্রক্রিয়া চলমান আছে। এ বিষয়ে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুবিবেচনা আশা করছে।
স্বতন্ত্র এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিদেশে পাচার হওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয় সাধন করে তাদের উদ্ধার করে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করে থাকে। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আইএমও এর প্রত্যক্ষ সহযোগিতায় অনিয়মিত এক হাজার ৪৭৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। সুদান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ১ হাজার ২০০ প্রবাসী বাংলাদেশিদের উদ্ধার শেষে সরকারি খরচে দেশে ফেরত আনার ব্যবস্থা করে।
সরকার দলীয় এমপি মাইনুল হোসেন খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটিটিসি) বিভাগ সার্বক্ষণিক কার্যক্রম ও তদারকি অব্যাহত রেখেছে যার ফলে সারাদেশে স্বস্তি বিরাজ করছে। একই সঙ্গে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।