মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় ব্যর্থতা
তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ২২:২১
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় ব্যর্থতায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিষয়টি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে আলোচনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ২৪ জুন তাদের প্রতিবেদন দিয়েছে। তবে ওই প্রতিবেদন পূর্ণাঙ্গ নয়। এটি আরও পর্যালোচনা করা হবে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের শক্তভাবে ধরতে চায় সংসদীয় কমিটি।
বৈঠকে আরও জানানো হয়, যারা মালয়েশিয়া যেতে পারেননি তারা তিন-চার হাজার অভিযোগ দিয়েছেন। আসলে কতজন যেতে পারেননি তা সুনির্দিষ্টভাবে বের করতে বলেছে কমিটি।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, তারা মন্ত্রণালয়ের কাছে কাগজপত্র চেয়েছেন, যাতে সুনির্দিষ্টভাবে কতজন যেতে পারেননি তা জানা যায়। তাদের জন্য কী করা যায় তা নিয়ে আরও আলোচনা হবে।