ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ছবি

ঢাবি ক্যাম্পাস কোটা সংস্কার দাবিতে উত্তাল

ঢাবি ক্যাম্পাস কোটা সংস্কার দাবিতে উত্তাল

পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ছবি: মাহবুব হোসেন খান নবীন

মাহবুব হোসেন খান নবীন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ২২:২৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ০২:২০

  • কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) থমথমে পরিবেশ বিরাজ করছে। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের শক্ত অবস্থান দেখা যায়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচয়পত্র দেখানোরে পর শিক্ষার্থীদের ঢোকতে দেওয়া হয়। ছবি: মাহবুব হোসেন খান নবীন

 

 পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন

  • দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ থেকে এ দাবি জানানো হয়।

মিছিলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।  ছবি: মাহবুব হোসেন খান নবীন

বেগম রোকেয়া হলের সামনের পুলিশের সদস্যরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার কথা ভেবে শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন।

হল ছেড়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  ছবি: মাহবুব হোসেন খান নবীন

  • বুধবার দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাস ভবনের সামনে অবস্থান করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিখেল ৪টার দিকে তারা সেখানে গায়েবানা জানাজা পড়েন। মঙ্গলবার সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের উদ্দেশে এই জানাজা পড়া হয়।

 ভিসি চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীরা গায়েবানা জানাজায় অংশ নেন। ছবি: মাহবুব হোসেন খান নবীন

  • জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীদের মিছিল। ছবি: মাহবুব হোসেন খান নবীন

সাউন্ড গ্রেনেড ছুড়ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন

 টিয়ারশেলের ধোঁয়া থেকে বাঁচতে কফিনে আগুন জ্বালান শিক্ষার্থীরা। ছবি: মাহবুব হোসেন খান নবীন

কফিনে আগুন জ্বলছে। ছবি: মাহবুব হোসেন খান নবীন

আরও পড়ুন

×