ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তারেক রহমানকে কটূক্তি

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ১১:৪৬ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ১১:৪৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার রাতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদল নেতাকর্মীরা পৃথক মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন।  

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। 

এর প্রতিবাদে সন্ধ্যায় যমুনা ফিউচার পার্ক থেকে নদ্দা বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, সাধারণ সম্পাদক রাসেল বাবু, সিনিয়র সহ সভাপতি রাজীব হোসেন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, তারেক রহমান আমাদের আবেগের জায়গা। সেখানে কেউ আঘাত করলে ছাত্রদলের নেতাকর্মীরা চুপ করে থাকবে না।

উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু বলেন, সারাদেশের ছাত্র-জনতা নিয়ে দুর্বার গণআন্দোলন করে এই সরকারের পতন ঘটানো হবে। সেই দিন বেশি দূরে নয়। তাই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক হয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি। 

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা বিজয়নগর থেকে শুরু করে পুরানো পল্টন পর্যন্ত মশাল মিছিল করেন। মিছিল ও সমাবেশ শেষে কুশপুতুল দাহ করেন তারা।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, যুগ্ম আহবায়ক শামীম মাহমুদ, গোলাম রাব্বানী রবিন, রুবেল আহমেদ রানা, কামরুল ইসলাম তপু, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক হাসনাইন আহমেদ হানি, সূত্রাপুর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল ওয়াজেদ হিমেল, ওয়ারী থানা ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ রিদয়, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের আহবায়ক তুহিন ইসলাম, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম খান, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন, কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক দীন ইসলাম, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন তোফাদার, সূত্রাপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির ভূইয়া, কদমতলী থানা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রাব্বিসহ বিভিন্ন থানা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

এসময় সংগঠনের সদস্য সচিব নিলয় মাহমুদ বলেন, এই দিন দিন নয়, দিন আরো আছে। এভাবে দিন যাবে না। পরিবর্তন সন্নিকটে। তখন সকল অপকর্মের কড়ায়-গণ্ডায় হিসেব নেওয়া হবে। জিয়া পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে কাউকে রেহাই হবে না।

আরও পড়ুন

×