ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সরকারের ভুলনীতিতে বিদ্যুৎ-গ্যাস সংকট: বাম ঐক্য

সরকারের ভুলনীতিতে বিদ্যুৎ-গ্যাস সংকট: বাম ঐক্য

ফাইল ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ০৮:০৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ০৮:০৪

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। নেতারা বলেছেন, সরকারের ভুলনীতি ও মন্ত্রী-আমলা-ব্যবসায়ীদের দুর্নীতির কারণে দেশে আজ ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। শিল্প ও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে অবিলম্বে ভুলনীতি ও দুর্নীতি বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। অসাধু ব্যবসায়ী, আমলা ও মন্ত্রীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে।

আজ সোমবার রাজধানীর পল্টন মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্যের গণসমাবেশে নেতারা এসব কথা বলেন। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের একাংশের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, পিডিপির মহাসচিব হারুন আল রশীদ খাঁন প্রমুখ। গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নেতারা বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। ঝড়ের পর সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণের নামে একটি কুচক্রী মহল হরিলুটে ব্যস্ত হয়ে পড়ে। তাই ত্রাণ নয়, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।



আরও পড়ুন

×