ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তরুণ প্রজন্ম বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: যুবলীগ চেয়ারম্যান

তরুণ প্রজন্ম বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: যুবলীগ চেয়ারম্যান

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি- সমকাল।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ০০:১১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ০০:১১

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে আজকের প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। আশা করছি, ওই সব খুনিদের বিচার হবে এবং যুদ্ধাপরাধীদের বিচারও চলমান থাকবে।

আজ বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জনের শেষপ্রান্তে রয়েছে, তখন রাজাকার, আলবদর বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালিয়েছিল।  

আরও পড়ুন

×