ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিএনপির সঙ্গে রাজপথে থাকবে গণতান্ত্রিক বাম ঐক্য

বিএনপির সঙ্গে রাজপথে থাকবে গণতান্ত্রিক বাম ঐক্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৬:৫২

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিভিন্ন জোট ও দলের সঙ্গে সংলাপ করছে বিএনপি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে দলটির লিয়াজোঁ কমিটি। বৈঠকে এ জোটের চারটি দল বিএনপিসহ ৩৪টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথের কর্মসূচিতে থাকার ঘোষণা দিয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলটি সরকারবিরোধী বৃহৎ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে বাংলাদেশের জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাড়াও আরও বেশ কয়েকটি বাম ও ইসলামী দল রয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলো 'যুগপৎ আন্দোলন' শুরু করেছে। গত ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরে যুগপৎ আন্দোলনের প্রথম গণমিছিল কর্মসূচি পালন করে বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে- সাত দলীয় জোটের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী ১১ দলীয় জোট, জামায়াত ও এলডিপি। গত সোমবার মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে বিএনপির বৈঠক শেষে রাজপথে থাকার ঘোষণা দেয় দলটি।

২০১৭ সালে গণতান্ত্রিক বাম ঐক্য গঠিত হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন, রাজপথে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিয়ে তৃতীয়বার বিএনপির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী দিন রাজপথে আন্দোলন যত কঠিনই হোক, সেখানে তাঁরা পিছপা হবেন না। রাষ্ট্র সংস্কারে বিএনপির ২৭ দফা রূপরেখার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি।

কমরেড হারুন চৌধুরী বলেন, ২০২৩ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপিসহ এ জোট জয়লাভ করবে এবং জনগণের সরকার এ দেশে প্রতিষ্ঠিত হবে। বিএনপির ২৭ দফায় কৃষক-শ্রমিক-মজুর-ছাত্র-নারী-পুরুষের কথা আছে বলে জানান তিনি।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের মধ্যে আরও ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ প্রমুখ।

আরও পড়ুন

×