রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও লুটপাটের বাজেট: আমীর খসরু

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৪:৫৬ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৪:৫৬
জনগণের কথা বাদ দিয়ে সরকারকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করছে তাদের জন্যই এ বাজেট প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে দলীয় লুটপাট ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য যা যা প্রয়োজন তার সব বন্দোবস্ত করা হয়েছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে মূল্যস্ফীতি ও বাজেটোত্তর অর্থনীতি শীর্ষক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেন। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ নামের একটি সংস্থা এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় আমীর খসরু বলেন, একটি অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ারই কোনো অধিকার নেই। রাজনৈতিক বা অন্য কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয় এমন সরকার বাজেট দিলে সেটা কোনোভাবেই জনগণের কল্যাণে আসতে পারে না।
তিনি বলেন, এ বাজেটে জনগণ কোনোভাবেই উপকৃত হবে না। মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি মানুষ আজ দিশেহার। প্রায় ৪২ শতাংশের বেশি মানুষ দরিদ্রসীমার নিচে চলে গেছে। সাধারণ মানুষের দু’বেলা খাবার পাচ্ছে না। অনেকেই দিনে একবেলা খাচ্ছে, আবার বহু মানুষ খাবার জোগাড় করতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। বর্তমানে দেশে বিরাজমান অবস্থা দুর্ভিক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থা থেকে জনগণ রেহাই দিতে বাজেটে কিছু রাখা হয়নি।
সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেওয়ার পর সে দেশের পাচার করা অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে ফেরত আসছে। সরকারের লোকেরা এভাবে পাচার করা অর্থ দেশে এনে আড়াই শতাংশ হারে প্রণোদনাও নিচ্ছে।
গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাকারিয়া লিংকন, কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক, সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদ, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব সাদেক আহমেদ প্রমুখ।