হরতাল সমর্থনে রাজধানীতে মিছিল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে মিছিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১৩:১৩
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছেন দলটির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে মঙ্গলবার সকালে শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটিংগেল মোড় মিছিল হয়েছে। এতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাশেদ সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের বিক্ষোভ: ধানমন্ডি এলাকায় সকালে মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, সহ-সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক কামাল সজীব হাওলাদার, রবিউল ইমরান নওশেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৃনাল চন্দ্র সুজন, সহ-সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মো. শামীম আকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা রাকিব, নাহিদুল ইসলাম বেপারী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাহ নিয়াজ রাহাত প্রমুখ।