রাজধানীতে হরতাল সমর্থনে ছাত্রদলের মিছিল

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১৬:০৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১৬:১১
আসন্ন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি ও সমমনা দলগুলো। হরতাল সমর্থনে আজ দুপুরে রাজধানীর এয়ারপোর্ট রোড এলাকায় মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি র্যাডিসন হোটেল এর সামনে থেকে শুরু হয়ে বনানীর আর্মি স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
এ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান বসুনিয়া, মাসুদ রানা রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, সহ-সম্পাদক হুমায়ুন কবীর নয়ন, সদস্য মো. খলিলুর রহমান খান সম্রাট, আফজাল রহমান, শোভন আহমেদ।
এ ছাড়া কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মামুনুর রহমান, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিসান মাহমুদ, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আজগর, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো শাহিন প্রমুখ।