ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমান আযমীর বক্তব্যের নিন্দা

মীমাংসিত ইস্যু নিয়ে প্রশ্ন তোলা দেশদ্রোহিতা: বাংলাদেশ জাসদ 

মীমাংসিত ইস্যু নিয়ে প্রশ্ন তোলা দেশদ্রোহিতা: বাংলাদেশ জাসদ 

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৫০

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তন এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা-সংক্রান্ত বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটি বলেছে, মুক্তিযুদ্ধ ও তার অনুষঙ্গ একটি মীমাংসিত জাতীয় ইস্যু। এ নিয়ে প্রশ্ন তোলা দেশদ্রোহিতার শামিল। বৃহস্পতিবার বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারপ্রধান তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সেই সময়ে আমান আযমীর এই বক্তব্য জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

দলটি অবিলম্বে আমান আযমীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানায়। 
 

আরও পড়ুন

×