বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রাজিল রাষ্ট্রদূত। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৮:৪৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে বলে জানান তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে। কৃষি নিয়ে আলোচনা হয়েছে। আর খেলাধুলার স্পন্সরের ব্যাপারে আমরা আলোচনা করেছি, ব্রাজিলের কোচ এনে এখানে ফুটবলকে আরও কিভাবে ইমপ্রুভ করা যায় কি না এ বিষয়ে আমরা আগামীদিনে তাদের সঙ্গে কথা বলব।
এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, ব্রাজিল মনে করে নির্বাচন হবে।
সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।