ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিঙ্গাপুর গেলেন শেখ কবির

সিঙ্গাপুর গেলেন শেখ কবির

শেখ কবির হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ১১:২৩ | আপডেট: ১২ জুন ২০২৫ | ১১:৫২

বিমা কোম্পানির মালিকদের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক সভাপতি শেখ কবির হোসেন সিঙ্গাপুর গেছেন। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।

বিমানবন্দর ইমিগ্রেশন শাখা সমকালকে এ তথ‌্য নিশ্চিত করেছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে শেখ কবিরের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। 

৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শারীরিকভাবে অক্ষম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তিনি ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। শেখ কবির সম্পর্কে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা।

আরও পড়ুন

×