ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসায় যুবদল কর্মীকে অনুদান

ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসায় যুবদল কর্মীকে অনুদান

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৯:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য মো. সাখাওয়াত হোসেন রাজীবের পরিবার। ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার সন্তানের চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়।

বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুদান হস্তান্তর করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

আরও পড়ুন

×