জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই: জামায়াত আমির

ছবি: বাসস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৫ | ০০:৫৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার চাই। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাই। এর মাধ্যমে প্রমাণিত হবে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। স্থানীয় নির্বাচনে নির্বাচনে যদি দুর্বলতা ধরা পড়ে, তা সংশোধন করেই সংসদ নির্বাচন করতে হবে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে স্থানীয় সরকারসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের উপজেলা ও থানা আমিরদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রবের সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আব্দুল হালিম।
জামায়াত আমির বলেছেন, সুষ্ঠু নির্বাচনের নির্বাচনের অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে হবে, যাতে তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন। প্রবাসীরা দেশের অর্থনীতিকে মজবুত করছেন। তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
উপজেলা এবং থানা আমিরদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জামায়াতের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তিও মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে জামায়াত আশাবাদী। ৩০০ আসনেই প্রার্থী বাছাই হয়েছে।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- জামায়াতের আমির
- নির্বাচন