ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন চায় গণতান্ত্রিক বাম ঐক্য

মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন চায় গণতান্ত্রিক বাম ঐক্য

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশে করছে গণতান্ত্রিক বাম ঐক্য- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ০৯:১৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ০৯:১৭

আইন করে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন এবং আন্দোলনরত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিশন পুনর্গঠনের দাবিতে গণসমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাম ঐক্যের সমন্বয়ক ও সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী। বক্তব্য দেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা বিধান দাস প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, এখন পর্যন্ত বাংলাদেশে যে ক'টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ক্ষমতাসীন দলের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। স্বাধীনভাবে নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা কাজ করেনি। বর্তমানে নির্বাচন কমিশন শাসক দলের তল্পিবাহক হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে। আন্দোলনরত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিশন পুনর্গঠন করতে হবে।

আরও পড়ুন

×