মাগুরায় কাত্যায়নী পূজা উদযাপন বন্ধ রাখার নিন্দা জাসদ নেতার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১ | ০৮:৪৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২১ | ০৮:৫২
নিরাপত্তাহীনতার অজুহাতে মাগুরায় ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা উদযাপন বন্ধ রাখার নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম। তিনি বলেন, রাষ্ট্র-সরকার-প্রশাসনের দায়িত্ব সব ধর্মের মানুষের ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপনের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন এ জাসদ নেতা। তিনি বলেন, নিরাপত্তাহীনতার ঝুঁকির অজুহাত দেখিয়ে মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা বন্ধ রাখা হলে তা রাষ্ট্র-সরকার-প্রশাসনের দুর্বলতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত হবে।
যে কোনো মূল্যে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা ও উৎসব নিরাপদে আয়োজনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাহিদুল আলম।