ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

উচ্চারকের ‘ভাদরে নজরুল’

উচ্চারকের ‘ভাদরে নজরুল’

উচ্চারক আবৃত্তি কুঞ্জের ‘ভাদরে নজরুল’ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা সমকাল

 সমকাল প্রতিবেদক    

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ভাদরে নজরুল’। আবৃত্তি, নৃত্য, গান ও কথামালায় ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগঠক ড. মাছুম আহমেদ, কবি ও নজরুল গবেষক বাবলা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিকর্মী সজল চৌধুরী। কবি ওমর কায়সার বলেন, ‘ক্রান্তিকাল কিংবা উত্তাল বিপরীত সময়ে সবসময় সাহস হয়ে নজরুল আমাদের সঙ্গে থাকেন। আলোর দিশারী হয়ে পথ দেখান। অসীম প্রেরণার মতো তাঁর সৃষ্টিশীলতা উদ্দীপনা জোগায়। সুন্দর মানুষ হয়ে ওঠার জন্য নজরুলকে চর্চা করতেই হবে।’
অধ্যাপক ড. মাছুম আহমেদ বলেন, ‘অন্যায়-অসাম্যের বিরুদ্ধে নজরুলের যে লড়াই তার পরিপ্রেক্ষিতে আমরা তাঁকে প্রখরভাবে বিদ্রোহী মানুষ হিসেবে আবিষ্কার করি। তারুণ্যের শক্তিকে প্রবলভাবে বেগবান করার দীক্ষায় নজরুল পাঠ অতি জরুরি।’ অধ্যাপক বাবলা চৌধুরী বলেন, ‘বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তের পরে স্ফুরণ ঘটিয়েছেন যিনি তিনি নজরুল। নজরুলের বহুমাত্রিক প্রতিভাকে কোন দৃষ্টিকোণ থেকে পাঠ করা উচিত সেটা জানা গুরুত্বপূর্ণ।’
সজল চৌধুরী বলেন, ‘আমাদের যাপিত জীবনের অবিনশ্বর চিন্তা নিয়ে কাজ করেছেন তূর্যবাদক কাজী নজরুল ইসলাম। তাঁকে চর্চার মাধ্যমে আমাদের সাম্যের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক।’ 
অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পী মো. মোস্তফা কামাল, মন্দিরা চৌধুরী ও তুলতুল চৌধুরী। তবলায় সঙ্গত ছিলেন তপন চক্রবর্তী। তন্বী বড়ুয়ার নির্দেশনায় ‘জাগো নারী জাগো’ পরিবেশন করেন নৃত্যশিল্পী মম, রেশমী আরোহী, অর্নি, কৌশিকী, ইরা, রাজনন্দিনী, অংগারিকা। 
একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম, বনকুসুম বড়ুয়া, মাইনুল আজম চৌধুরী, উমেসিং মারমা,  উম্মে সালমা নিঝুম, দীপিতা দেব তমা, উচ্চারকের আবৃত্তিশিল্পী এ.এস.এম. এরফান, এ্যানি চৌধুরী, পুষ্পিতা দাশ, রোকসানা আফরিন সিলভিয়া, নুসরাত জাহান নোভা, পাপড়ি দে, তাফসিরুল ইসলাম, সাইয়ারা সালসাবিল, উচ্চারকের শিশুশিল্লী সায়রা নাওয়ার চৌধুরী, জারিন সুবাহ, ওয়াকেয়া তাবাসসুম আহমেদ, জাহানারা সানজিদ, টুপুর দাশ।
ফারুক তাহেরের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘প্রলয়-শিখা’ পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের শামীমা ইয়াছমিন, তারানা কবির মিতু, দীপা দাশ মিতু, রোকসানা আফরিন সিলভিয়া, রুবাইয়া বিনতে আকবর, সঞ্জয় দাশ, সাইয়ারা সালসাবিল, কাসিফ মাহমুদ, তিন্নী বৈদ্য, পাপড়ি দে, নুসরাত জাহান, বর্ণি দে, কাশফিয়া কাশেম।
শামীমা ইয়াছমিনের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘হিন্দু-মুসলমান’ পরিবেশন করেন উচ্চারক শিশুকুঞ্জের শিশুশিল্পী নায়রা নাওয়ার চৌধুরী, নাজিব ইরতিশাম চৌধুরী, ফারাহ তাহের প্রকৃতি, রাদিয়া জাহেদ, জারিন সুবাহ, জাহানারা সানজিদ সিলভিয়া, ওয়াকেয়া তাবাসসুম আহমেদ, মোবাশশেরা আহমেদ, রাইসা জান্নাত নাবিলা, টুপুর দাশ, আংকিতা বড়ুয়া, বুশরা আলম, পুষ্প বড়ুয়া, হুমাইরা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারানা কবির ও দীপা দাশ।

আরও পড়ুন

×