ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তেত্রিশে পা দৃষ্টির

তেত্রিশে পা দৃষ্টির

দৃষ্টি চট্টগ্রামের ৩২ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের সদস্যরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ২৩:৫২

১৯৯২ সালে সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে যাত্রা শুরু করে দৃষ্টি চট্টগ্রাম। হাঁটি হাঁটি পা করে দীর্ঘ ৩৩ বছর সমাজের বিভিন্ন স্তরে অবদান রেখে আসছে সংগঠনটি। শিক্ষা, সংস্কৃতি স্বেচ্ছাসেবী কাজসহ দুর্যোগকালে সংগঠনের সদস্যরা ছুটে যান মানবিক কাজে। ৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল দৃষ্টি চট্টগ্রাম। দীর্ঘ এ পথচলায় ত্যাগ, সংগ্রাম, পাওয়া না পাওয়ার গল্প নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে মিলিত হন সংগঠনের উপদেষ্টা, সংগঠক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা ফরিদ আহমেদ চৌধুরী, দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম চেম্বারের সাবেক সচিব, কবি অভিক ওসমান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, প্রথম আলোর বার্তা সম্পাদক, কবি ওমর কায়সার, শিক্ষাবিদ মুজিব রাহমান, সাংবাদিক ডেইজি মউদুদ, শাহনেওয়াজ রিটন, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি বৃজেট ডায়েস, দৈনিক সমকালের সিনিয়র সহসম্পাদক ও লোকসংগীত গবেষক নাসির উদ্দিন হায়দার, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কশসাফুল হক শেহজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, প্রণব চৌধুরী, জাবেদ হোসেন, ইয়াসির সিল্মী, মিথিলা আফরিন, মোহাম্মদ তাজ। 
অনুষ্ঠানের শুরুতে দৃষ্টি চট্টগ্রামের ৪ জন সংগঠক মাইনুল ইসলাম সোহেল, সৌমেন চৌধুরী, রেজা চৌধুরী ও আশরাফ শাহদাত সায়মনকে সম্মাননা প্রদান করা হয়। গত বন্যায় ক্ষতিগ্রস্ত মিরসরাই উপজেলার মধ্যম নাহেরপুর ৪নং ধুম ইউনিয়নের একজন গরিব বর্গাচাষিকে একটা পানির পাম্প উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন– দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সিনিয়র সহসভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সহসভাপতি শহিদুল ইসলাম, সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, দপ্তর সম্পাদক তানভীর আল জাবের, আবৃত্তি সম্পাদক সাদিয়া আফরিন, বিতর্ক সম্পাদক হোসাইন সামী, সদস্য অলক নাথ, অ্যাডভোকেট আবু সাইম, আরাফাত অভী, ইতু দত্ত, হাসান মাহাদী, ইয়াসিন শাকিব, জুনায়েদ আসাদ, আরাফাত কবির।

আরও পড়ুন

×