ক্যালিফোর্নিয়ায় দাবানলে একজনের প্রাণহানি

ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০০:৩৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে ছাই হচ্ছে একের পর এলাকা। দাবানলে একজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন এক অগ্নিনির্বাপণ কর্মী। শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে স্যাডেলরিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূচনা। তাই এবারের দাবানলকে বলা হচ্ছে ‘স্যাডেলরিজ ব্রাশ ফায়ার’। এরইমধ্যে এই দাবানলে পুড়ে গেছে প্রায় ৭ হাজার ৫ শত ৪২ একর এলাকা।
দাবানল এলাকায় বেশ কিছু বাংলাদেশির বসবাস। অবশ্য এ পর্যন্ত তাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আগুন তাদের কাছাকাছি থাকায় পুরো এলাকায় ধোঁয়া, পোড়া গন্ধে ছেয়ে গেছে, বাতাসে উড়ছে ছাই, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য বিভাগ। ওই এলাকার স্কুল-কলেজগুলো বৃহস্পতি ও শুক্রবার বন্ধ ছিল। দুর্ঘটনা রোধে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ব্যস্ততম চারটি ফ্রিওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এলাকবাসীদের জরুরি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আগুন নিয়ন্ত্রণে এক হাজারেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। আগুন থেকে রক্ষা করতে এ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। আমেরিকান রেডক্রসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের সেবা দিচ্ছে। দাবানল আক্রান্ত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র এরিক গারসেটি।
নর্থরিজ কমিউনিটি সেন্টার আশ্রয়কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সিটি মেয়র এরিক গারসেটি জানান, আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে।
ওই কেন্দ্রে কর্মরত আমেরিকান রেডক্রসের সুপারভাইজার মিরিয়াম এন্ডিনো বলেন, আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের থাকা-খাওয়ার বাবস্থাসহ দাবানলের সর্বশেষ তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে।
আশ্রয়কেন্দ্রটিতে আসা শাহিদা খান বলেন, তিনি খুব কাছ থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। বাড়িঘর সবকিছু ফেলে শুধুমাত্র একটি ছোট ব্যাগে প্রয়োজনীয় জরুরি জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে এসেছেন। তবে বাড়ি ফিরে তিনি তার বাড়িটি পূর্বের অবস্থায় দেখতে পারবেন কি-না সে বিষয়ে নিশ্চিত নন। শাহিদার মত অনেকেই এমন অনিশ্চিয়তা রয়েছেন।
- বিষয় :
- দাবানল
- ক্যালিফোর্নিয়ায় দাবানল