ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ক্যালগেরিতে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ক্যালগেরিতে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ক্যালগেরিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়- সমকাল

ক্যালগেরি প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৯:২২

ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কানাডার ক্যালগেরিতে বসবাসরত বাংলাদেশিরা মানববন্ধন করেছেন।

সোমবার ক্যালগেরিতে অবস্থিত বাংলাদেশ সেন্টারে বিপুল সংখ্যক বাংলাদেশি কানাডীয়ান ব্যানার, ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়।

অ্যাবেক (অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স আলবার্টা কানাডা) এর ডাকে এই মানববন্ধনে কমিউনিটির বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবরার হত্যার দ্রুত বিচারসহ দেশের শিক্ষাঙ্গনগুলোতে নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান জানান।

আরও পড়ুন

×