ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা

কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা- সমকাল

কানাডা (আলবার্টা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০২:১০

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন এবং নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা ও ভবিষ্যতে নিজেদের উন্নয়নের পাশাপাশি কিভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি উন্নয়নে ভূমিকা রাখা যায় তার দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগেরিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

দেশটির সাইমন ভ্যালি চার্চে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরি। 

বার্ষিক সাধারণ সভায় গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রেসিডেন্ট মোস্তাক হোসেন বাবু। 

সভায় ২০২০-২০২২ এর নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন শুকুরুজজামান তুহিন এবং সাধারণ সম্পাদক শাহ আলম। 

এ সময় উপস্থিত ছিলেন ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডিরেক্টর কনস্ট্রাকশন সার্ভিস সানকোর এনার্জির নিয়াজ আহমেদ।

সভা শেষে ইয়াং ট্যালেন্ট শো, বিশেষ নিত্য এবং বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নির একক সংগীত সন্ধ্যার আয়োজন করে বুয়েট অ্যালামনাই কালচারাল নাইট। শিল্পী মধ্যরাত অবধি প্রবাসী বাঙ্গালীদের গান গেয়ে মাতিয়ে রাখেন।

আরও পড়ুন

×