কানাডায় 'ও সোহাগী' এবং 'নিরুদ্দেশ' এর প্রদর্শনী

ছবি : সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ০৪:০৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ০৪:০৭
কানাডার ক্যালগেরিতে অবস্থিত বাংলাদেশ সেন্টারে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে 'ও সোহাগী' এবং 'নিরুদ্দেশ' নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ও সোহাগী চলচ্চিত্রটি এরইমধ্যে ১৪টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন ও সোহাগী চলচ্চিত্রের নির্মাতা- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
প্রদর্শনি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পটভূমিতে বক্তব্য রাখেন। তিনি জানান, ও সোহাগী সিনেমাটি স্বপ্নবঞ্চিত নারী-শিশুর জীবনের বিয়োগান্ত উপাখ্যান। আবহমানকালের ক্ষয়িষ্ণু বাস্তবতায় নারী সমাজের অন্ত:ক্ষরণ, স্বপ্নভাঙা হৃদয়ের বেদনা ও অপূর্ণ জীবনের অব্যক্ত বিলাপ এ সিনেমায় তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি'র সভাপতি কয়েস চৌধুরী জানান, ড. জাহাঙ্গীরের মতো চলচ্চিত্র নির্মাতা বর্তমান সমাজে খুবই প্রয়োজন। পরবর্তী প্রজন্মের জন্য তাঁর এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি'র পক্ষ থেকে নির্মাতা ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন ড. জেবুন্নেসা চপলা।