জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ০৪:৩১ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ০৪:৩১
নিউইয়র্কস্থ জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (৫ আগষ্ট) মিশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ কামালের জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শীত হয়।
অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। এছাড়া উন্মুক্ত আলোচনা পর্বে মিশনের কর্মকর্তাগণ বক্তব্য দেন। শহীদ শেখ কামালের জীবন ও কর্মের নানাদিক উঠে আসে এ আলোচনায়।
- বিষয় :
- নিউইয়র্ক
- জাতিসংঘ
- বাংলাদেশ মিশন
- শেখ কামাল