গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কানাডায় সমাবেশ

বাংলাদেশি কানাডিয়ানরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ছবি: সমকাল
আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ০৫:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ০৫:৫৬
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কানাডার টরেন্টোর ডেনফোর্থের বাংলা টাউনে সমাবেশ করা হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বাংলাদেশি কানাডিয়ানরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
‘প্রগতিশীল গণতান্ত্রিক ঐক্য (পিডিআই) কানাডা’র আয়োজনে সমাবেশে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা এমপি ডলি বেগম অংশ নেন।
কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে বাংলাদেশি কানাডিয়ানরা সমাবেশে অংশ নেন। এ সময় পিডিআইর মাহবুব আলম, আজফার সাইয়িদ, মনির জামান রাজু, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল, সাংবাদিক শ্ওগাত আলী সাগর, উদীচী কানাডার মিনারা বেগম, মাহবুব চৌধুরী রনিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গাজায় হামলার প্রতিবাদ করে হত্যা বন্ধের দাবি জানান।