ক্যালগেরিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করা হচ্ছে
আলবার্টা (ক্যালগেরি, কানাডা) সংবাদদাতা
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০০:৫৫ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯ | ০৪:১৬
কানাডার ক্যালগেরিতে চ্যানেল আইয়ের ২১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। গান, আবৃত্তি আর আলোচনা সভায় তুলে ধরা হয় বাংলাদেশের অগ্রগতির কথা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-এ বি এম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বাতেন, এ পি ডব্লিউ’র কো-চেয়ারম্যান আব্দুল্লাহ রফিক, সৈয়দা রওনক জাহান, সঙ্গীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল, রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল রহমান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির প্রেসিডেন্ট কাজী এহাসান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক মো. রশিদ রিপন, আইসিডিসিএ’র পরিচালক অ্যান্থনি জ্যাকব, সংগীত শিল্পী সোহাগ হাসান, তাসফিন হোসেন তপু, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জুবায়ের সিদ্দিকী, বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব মাহফুজুল হক মিনু, কবিতালোকের সভাপতি বায়জিদ গালিব, মৌ ইসলাম, খায়ের খন্দকার রুবেল, সংগীত শিল্পী সোহাগ হাসান, আবির খন্দকার ও আরও অনেকেI
অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন শাহাদাত রহমান, আজিম মর্তুজা এবং অপু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উম্মে হাবিবা মিলি ও অনু।
আলোচনায় বক্তারা চ্যানেল আইয়ের নানামাত্রিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
বিশ্বে চ্যানেল আইয়ের জনপ্রিয়তার আরও প্রসার ঘটুক এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
- বিষয় :
- ক্যালগেরি
- চ্যানেল আই