ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেলফি তুলতে চাওয়া ভক্তকে ধাক্কা, নিউইয়র্কে সমালোচনায় সাকিব

সেলফি তুলতে চাওয়া ভক্তকে ধাক্কা, নিউইয়র্কে সমালোচনায় সাকিব

ঈদের জামাতের পর বেরিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে। ছবি: সংগৃহীত

ছাবেদ সাথী, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৭:১৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ২০:২০

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। শহরটির জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের নামাজ পড়তে গেলে সেখানে সেলফি তুলতে চাওয়া এক ভক্তকে তিনি ধাক্কা মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে এক সংবাদকর্মীকেও তিনি ধাক্কা দেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১০ এপ্রিল) এ ঘটনা ঘটে। জানা গেছে, জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের জামাতের পর ও খুৎবা শুরুর আগে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এখানে উপস্থিত আছেন বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় মুসুল্লিদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। ভক্তদের অনেকেই সাকিবের সঙ্গে কথা বলা ও সেলফি তোলায় আগ্রহী হয়ে ওঠেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি তুলতে চাওয়ায় ক্ষেপে যান সাকিব। পরে একজনকে ধাক্কা দিলে মুসল্লিরা তাকে ‘ভুয়া, ভুয়া’ চিৎকারে ভর্ৎসনা করতে থাকেন। ফলে মোনাজাতে অংশ না নিয়েই মসজিদ ছেড়ে বেরিয়ে যান সাকিব।

এ ঘটনায় একাধিক মুসল্লি জানিয়েছেন, একজন তারকা ক্রিকেটারের এমন আচরণে তারা মর্মাহত।

আরও পড়ুন

×