অবৈধ অভিবাসীদের বৈধতা দিচ্ছে ইতালি, ১ জুন থেকে আবেদন

ইউসুফ আলী, ইতালি
প্রকাশ: ৩০ মে ২০২০ | ১০:৪২ | আপডেট: ৩০ মে ২০২০ | ১০:৪৭
ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে শনিবার সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। প্রকাশিত গেজেটে বৈধ বা অনিয়মিত কর্মজীবী অভিবাসী এবং বেকার অভিবাসীরা বৈধ হওয়ার আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কৃষি খাতের পাশাপাশি পশুপালন, মৎস্য ও জলজ খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাসপোর্ট নেই এমন অবৈধ অভিবাসীরা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে একটি প্রশংসাপত্র নিয়েও আবেদন করতে পারবে। আবেদনের সময়সীমা ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মালিক নিজে তার স্পিড (SPID) আইডি দিয়ে ‘লগইন’ করে সহজ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।
চলতি মাসের ১৯ মে দেশটির মন্ত্রীসভায় বৈধতা দেয়ার বিষয়ে চূড়ান্ত আইন পাশ হয়। অনুমোদনের ১০ দিন পর শনিবার সকালে গেজেট আকারে প্রকাশিত হলো। প্রকাশিত গেজেট থেকে জানা গেছে, কৃষি, পশুপালন এবং জলজ পালন খাতের একজন মালিককে বার্ষিক আয় নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ৩০ হাজার ইউরো। যেটি পরিবারের একক সদস্যের ক্ষেত্রে ২০ হাজার ইউরো এবং পরিবারে একাধিক সদস্য থাকলে বার্ষিক আয় থাকতে হবে ২৭ হাজার ইউরো। বার্ষিক এই পরিমাণ আয় সরকারি হিসেবে আছে এমন মালিকরা সংশ্লিষ্ট শ্রমিকদের জন্য আবেদন করতে পারবেন।
কোন কোন খাতে কর্মরত অভিবাসীরা আবেদন করতে পারবে তা বিস্তারিত বলা হয়েছে গেজেটে। এতে দেখা যায়, কৃষি খাতের সাথে মৎস্য, পশুপালন এবং জলজ পালন খাতগুলো যুক্ত করা হয়েছে। এসব খাতে কর্মরত শ্রমিক যারা গত ৮ মার্চ এর পূর্বে থেকে কর্মরত, কেবল তাদের জন্য মালিক আবেদন করতে পারবেন। অভিবাসীকে অবশ্যই এ সময়ের আগে ইতালিতে উপস্থিত থাকার প্রমাণ দাখিল করতে হবে। প্রমাণ হিসেবে মেডিকেল কার্ড বা জনস্বাস্থ্য সংস্থা প্রদত্ত প্রশংসাপত্র কিংবা নিবন্ধিত পরিবহন কার্ডের কথা বলা হয়েছে। কর্মজীবীদের ক্ষেত্রে সরকারি খাতে ৫০০ ইউরো জমা দিয়ে একজন মালিক আবেদন করতে পারবেন।
এবারের ঘোষণায় যারা বেকার অনিয়মিত অভিবাসী রয়েছেন তাদের নতুন একটি নিয়মে বৈধতা দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি খাতে ১৩০ ইউরো জমা দেওয়া, সাথে ৩০ ইউরোর কিট (বুস্তা) প্রেরণ বাবদ এবং ১৬ ইউরোর একটি মার্কা দি বল্লো সংযুক্ত করে পোস্ট অফিসের মাধ্যমে হাতের ছাপের জন্য প্রেরণ করতে হবে। এতে একজন বেকার অভিবাসী ৬ মাসের বৈধতা পাবেন কাজ খুঁজে নেয়ার জন্য। এ সময়ের মধ্যে কাজের চুক্তি দেখাতে পারলে পরবর্তীতে স্বাভাবিক নিয়মে দুই বছরের বৈধতা পাবেন।
একজন অনিয়মিত অভিবাসীর ডকুমেন্ট হিসেবে পাসপোর্ট বিবেচনা করা হবে। যদি কারও পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে দূতাবাসের একটি পরিচয়পত্র পাসপোর্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে বৈধতা আবেদনের ক্ষেত্রে। ইতালিতে অবস্থানকৃত প্রায় ২০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট নিয়ে যেকোনো সমস্যায় রোমের দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার সমকালকে জানান, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ঢাকা থেকে পাসপোর্ট নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে জরুরি প্রয়োজন হলে দূতাবাস থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। যাদের পাসপোর্ট নেই তাদের এপয়েন্টমেন্ট নিয়ে দ্রুত আবেদন করার কথা জানান তিনি।
রাষ্টদূত আরও জানান, আগামী ৩ জুন থেকে দূতাবাসের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। দূতাবাস সংশ্লিষ্ট যেকোনো কাজের জন্য এপয়েন্টমেন্ট নিতে হবে। দূতাবাসের কার্যক্রম পরিচালনায় ইতালি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।
আগামী ১ জুন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৫ জুলাইয়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।