ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেপালে প্রদর্শন হচ্ছে এপিক মনোলগ 'আমি শেখ মুজিব'

নেপালে প্রদর্শন হচ্ছে এপিক মনোলগ 'আমি শেখ মুজিব'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৬:২৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৯:০২

নেপালের নাট্যশালা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ১৫ ডিসেম্বর রাজধানী কাঠমান্ডুতে আনিসুর রহমানের লেখা এপিক মনোলগ ’আমি শেখ মুজিব’ এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে।

দেশটির শীর্ষস্থানীয় নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটারের প্রযোজনাটি একই সঙ্গে ফেসবুক এবং জুমে সরাসরি দেখাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির আধুনিক রূপকার, একটি রাষ্ট্রের স্থপতি। প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কিভাবে তিনি ধাপে ধাপে বাঙালি জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটা নানাভাবে উঠে এসেছে ওই এপিক মনোলগে। বঙ্গবন্ধুর দীর্ঘ পথ পরিক্রমায় তার মনের কি অবস্থা, তা কিছুটা ঘটনা পরস্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা এপিক মনোলগ ’আমি শেখ মুজিব। এতে মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের ২০ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে জানিয়েছেন লেখক আনিসুর রহমান। 

তিনি জানান, মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগতসংলাপটি শেষ হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালের নাট্যশিল্পী ও নির্দেশক রাজকুমার পুদাসাইনি নাটকটির নির্দেশনা দিয়েছেন এবং অভিনয় করেছেন। নেপালি ও ইংরেজি ভাষায় এপিক মনোলগটি প্রযোজিত হলেও, নির্দেশনা বৈচিত্র্যের প্রয়োজনে দুই একটি বাংলা সংলাপ রাখা হয়েছে। বাংলা কণ্ঠ সংযোজনে সাহায্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক মহিবুর রৌফ শৈবাল, শিক্ষার্থী নওরীন নিপু এবং হৃদি বসাক। বাংলাদেশের অনন্যা প্রকাশনী এটি বই আকারে প্রকাশ করে। 

আনিসুর রহমান

ইতোমধ্যে ‘এপিক মনোলগটি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, নাট্যকলার পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত হয়েছে, মঞ্চায়িত হয়েছে। নির্দিষ্ট করে উল্লেখ করা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্য্যালয়, সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয় এবং বিকস একেডেমিসহ নানা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি আর সেমিনার কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।

'আমি শেখ মুজিব' বইটির ইংরেজি সংস্করণ ইউরোপ এবং আমেরিকা থেকে একযোগে প্রকাশের পথে। সুইডেনের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান স্মক্কাডল থেকে এপিক মনোলগটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় গতবছর। এই সংস্করণে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন।

সুইডিশ লেখক সংঘের পরিচালনা পরিষদের সদস্য, এপিক মনোলগটির লেখক, ১৯৭৮ সালে টাঙ্গাইলের মধুপুরের দিগরবাইদ গ্রামে জন্ম নেওয়া আনিসুর পড়ালেখা করেছেন ঢাকা ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র, নাটক ও সুইডেনের দূরদর্শন সংস্কৃতি নিয়ে। 

আনিসুরের লেখা ইংরেজি, সুইডিশ, নেপালি, নরওয়েজিয়ান, ড্যানিশ, স্প্যানিশ, জর্জিয়ান, সার্বিয়ান, তুর্কি , আর্মেনিয়, ফার্সিসহ নানা ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×