মানিয়ে নিন

শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা...
সিন্থিয়া শারমিন
প্রকাশ: ০১ জুন ২০২৪ | ২৩:৫৪
ক্যাম্পাস, ক্লাস-লাইব্রেরি কিংবা আড্ডা সবখানেই নতুনদের প্রাণবন্ত উপস্থিতি। ক্যাম্পাসের পালকে হাওয়া লাগিয়ে প্রতি বছর এমন করে আসে একঝাঁক নতুন মুখ। তাদের নানামুখী সমস্যায় পড়তে হয়। চলুন, জেনে নিই ক্যাম্পাসে মানিয়ে নেওয়ার বুদ্ধি–
প্রথম কাজ : ক্যাম্পাসে নতুন মানেই সমস্যা! তবে নতুন অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
মানসিক প্রস্তুতি: আপনি যতটা নমনীয়, প্রয়োজনে ঠিক ততটাই কঠিন হয়ে উঠতে হবে!
বড় পরিধি: কলেজে যে পরিবেশে আপনি ছিলেন, বিশ্ববিদ্যালয় তার চেয়ে অনেক আলাদা। এর পরিধি অনেক বড়। দুটোকে মেলাতে যাবেন না।
র্যাগিং: এখন র্যাগিং নেই বললেই চলে! তবু র্যাগিং থেকে বাঁচার প্রথম পথ হলো স্বাভাবিক থাকার চেষ্টা করা।
নতুন বন্ধু: পুরোনো বন্ধুদের কাউকেই হয়তো পাবেন না এই নতুন ক্যাম্পাসে। নতুন পরিবেশে বেড়ে ওঠা নতুনদের সঙ্গে বন্ধুত্ব গড়তে হবে।
রাজনীতির পাঠ: বিশ্ববিদ্যালয়ে এসে হঠাৎ পাওয়া স্বাধীনতার অপব্যবহারটা যেন না হয়। u
- বিষয় :
- শ্রমজীবী