ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিসিটিভি ক্যামেরা

সিসিটিভি ক্যামেরা

আজহার মাহমুদ

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ২২:৫৯

অনেক পরিবারের কর্মজীবী মা-বাবা তাদের সন্তানদের বাসায় রেখে অফিসে যান। সন্তান বাসায় গৃহকর্মীর কাছে থাকে। অনেক সময় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও কাছে কিংবা পরিবারের অন্য সদস্যের কাছে সন্তানকে রেখে যান। সারাদিন সন্তান কী করছে– খেলছে কিনা, ঘুমাচ্ছে কিনা, খেয়েছে কিনা তা নিয়ে মায়েরা চিন্তিত থাকেন। এ ধরনের পরিস্থিতিতে বাসায় সিসি ক্যামেরা লাগালে দূরে থেকেও সব সময় সন্তানকে তদারকি করা যায়। অথবা ধরুন আপনি ছুটিতে কোথাও যাবেন তখন বাসা নিরাপদ আছে কিনা, তা তদারকি করতে বাসায় সিসি ক্যামেরা লাগাতে পারেন। এতে ইচ্ছা হলেই দেখে নেওয়া যাবে কী হচ্ছে বাসায়। সিসিটিভি ক্যামেরা (ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা) এ সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখনকার সময়ে এটির ব্যবহার ও চাহিদা দুটিই বেড়েছে। মূলত নিরাপত্তা ও সুরক্ষার কাজে সিসি কামেরার প্রচলন হয়। সিসিটিভি ক্যামেরার মূল উদ্দেশ্য হলো, আলো ক্যাপচার এবং এটিকে একটি ভিডিও সিগন্যালে রূপান্তর করা। সিসিটিভি ক্যামেরা মূলত সচল অবস্থায় সার্বক্ষণিক ভিডিও ধারণ করতে থাকে। এতে মেমোরি থাকা সাপেক্ষে ভিডিও ধারণের সঙ্গে সঙ্গে সংরক্ষণও করে রাখতে পারে। সংরক্ষণের মেয়াদ মেমোরির আকার অনুযায়ী এক দিন থেকে কয়েক বছর পর্যন্ত হয়ে থাকে। সিসিটিভি ক্যামেরায় যে ভিডিও ধারণ হয় তা রিয়েল টাইমে টিভি, মনিটর, ল্যাপটপ, মোবাইলসহ অন্য যে কোনো ডিসপ্লেতে দেখা যায়। বাজারে ইন্টারনেট সুবিধাসহ ওয়াইফাই ক্যামেরা পাওয়া যায়। এর সাহায্যে বিশ্বের যে কোনো স্থানে বসে মোবাইল ফোনের মাধ্যমে সিসি ক্যামেরার ভিডিও দেখা যায়। বাসা বা অফিসের চারদিকে চারটি সিসি ক্যামেরা লাগালে এক স্থানে বসেই সবদিক পর্যবেক্ষণ করা যাবে।
সিসি ক্যামেরার ধরন ও দাম: ঢাকার বায়তুল 
মোকাররমের নিউ সুপারমার্কেট ঘুরে দেখা যায়, সেখানে অনেক ধরনের সিসিটিভি ক্যামেরা আছে। সেসব ক্যামেরা বিদ্যুৎ চলে গেলেও ৪-৫ ঘণ্টা সচল থাকে এবং ভিডিও ও অডিও রেকর্ডিং হয়। এ ধরনের ক্যামেরার দাম ৪ হাজার টাকা। আছে এক বছরের ওয়ারেন্টির সুবিধা। এ ধরনের সিসি ক্যামেরা চালানো যাবে ওয়াইফাইয়ের মাধ্যমে। এ ছাড়া সেখানে রয়েছে সিমের সঙ্গে সংযুক্ত সিসি ক্যামেরা। যাদের ওয়াইফাই নেই, তারা এ ধরনের সিসি ক্যামেরা চালাতে পারবেন। আছে লো বাজেটের বাল্ব শেপের সিসিটিভি ক্যামেরাও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেসব ক্যামেরা অপারেট করা যাবে। যাদের বাসায় বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই তাদের জন্য রয়েছে সোলার ক্যামেরা। ধরুন আপনি মাঠে কিংবা মুরগির খামারে সিসিটিভি ক্যামেরা লাগাবেন, সেখানে সোলার প্যানেলযুক্ত ক্যামেরা লাগাতে পারেন। এ ক্যামেরায় ফোরজি সিমও লাগানোর সুবিধা আছে। এ ধরনের ক্যামেরার দাম ১৪ হাজার টাকা। বিভিন্ন মানের সিসিটিভি ক্যামেরা পাওয়া যাচ্ছে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও। চট্টগ্রামের আগ্রাবাদের আইটি ভবনের এনটেক সেন্টারের ম্যানেজার মো. মাহিন বলেন, এখন আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরা দুই ধরনেরই আছে। আইপি ক্যামেরার দাম ২ হাজার ৪০০ থেকে শুরু করে ৮ হাজারের কাছাকাছি। 
বাজারে দেখা গেছে, ডোম সিসি ক্যামেরার দাম ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আউটডোর সিসি ক্যামেরার দাম ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা। ই-মাউন্ট সিসি ক্যামেরার দাম ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। ওয়াইফাই সিসি ক্যামেরার দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।  বর্তমানে হরেক রকমের সিসি ক্যামেরা পাওয়া যায়। যেমন– সাধারণ সিসি ক্যামেরা, হিডেন ক্যামেরা, স্পাই ক্যামেরা, মিনি ক্যামেরা, স্পিড ডোম পিটিজেড ক্যামেরা, ড্রোন ক্যামেরা, ডে-নাইট ক্যামেরা, জুম ক্যামেরা, ভেন্ডাল প্রুফ ক্যামেরা, অ্যারে সিসি ক্যামেরা, বুলেট ক্যামেরা, আইপি ক্যামেরা, পেন ক্যামেরা, বোতাম ক্যামেরা এবং বিভিন্ন ধরনের ওয়াইফাই ক্যামেরা। দূর থেকে নিয়ন্ত্রিত রিমোট ক্যামেরাও এখন বেশ প্রচলিত। v
 

আরও পড়ুন

×