ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বর্ণিল পোশাকে ঈদ

বর্ণিল পোশাকে ঈদ

ফাইল ছবি

আশিকা নিগার

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ০০:১১

কয়েকদিন পরেই ঈদুল আযহা। ঈদ মানেই পোশাকে নতুনত্ব। পোশাক নির্বাচনের ক্ষেত্রে ফ্যাশনের সঙ্গে সঙ্গে স্বস্তির কথাটাও মনে রাখা জরুরি। এবারের ঈদ পোশাক ট্রেন্ড নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকা নিগার 

সামনেই ঈদুল আজহা। এ ঈদে যতই কোরবানি নিয়ে মাতামাতি থাকুক না কেন নতুন পোশাক না হলে ঠিক যেন চলে না।  ঈদের সকালে সেমাই-মিষ্টি খাবারের সঙ্গে সঙ্গে নতুন পোশাকের ছোঁয়ায় নেমে আসে ঈদের আনন্দ। শিশুরা উচ্ছ্বসিত তাদের ফ্রক, লেহেঙ্গা, টি-শার্ট বা ছোট্ট পাঞ্জাবিতে। নারীদের ফ্যাশনে দেখা মেলে স্নিগ্ধ শাড়ি, সুচারু এমব্রয়ডারির থ্রিপিস বা হালকা কাজের কামিজ, যেখানে প্রতিটি সুতায় জড়ানো থাকে আমেজের ছোঁয়া। ছেলেদের সকালের সাজে থাকে বাহারি পাঞ্জাবি।
ঈদ মানে নিজের ভেতরের রংটিকে বাইরে তুলে ধরা। শহরের গ্ল্যামার হোক বা গ্রামের সরলতা, সব খানেই ঈদের পোশাক হয় একেকটি রঙিন ভাবনা। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবং উৎসবের দিনগুলোকে আরও রঙিন করতে প্রতিবারই দেশীয় ব্র্যান্ডগুলো নিয়ে আসে নতুন পোশাকের পসরা। এ বছরও ব্যতিক্রম নয়।
ফ্যাশন হাউস ‘লা রিভ’-এর ডিজাইনার মারুফা শিল্পী বলেন, ‘এবারের ঈদে সফট প্যাস্টেল টোনগুলো নিয়ে বেশি কাজ করা হয়েছে। তবে প্যাস্টেল টোনের মধ্যে ঈদের আমেজটাকে বাড়াতে উজ্জ্বল রং নিয়েই বেশি কাজ করা হয়েছে। যেমন– প্যারোট গ্রিন, রেড, টার্কিশ ব্লু, পিংক, ইয়েলো, স্কাই ব্লু ইত্যাদি ।’
তিনি বলেন, ‘ফেব্রিকের মধ্যে সিল্ক, কটন, জর্জেট, ভিসকস রাখা হয়েছে। এখন যেহেতু মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে এর জন্য কিছু পলিয়েস্টার ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যা বৃষ্টিতে ভিজে গেলেও সহজে শুকিয়ে যাবে ৷ এ ছাড়া প্যাটার্নের মধ্যে শর্ট স্লিভ, ফুল স্লিভ  রয়েছে। মারুফা জানান, ড্রেসের প্যাটার্নের মধ্যে স্ট্রেইট প্যাটার্নটাই ক্রেতাদের মধ্যে বেশি চলছে।’ 
তিনি বলেন, ‘টিউনিক বা কুর্তিগুলোর মধ্যে লাইট ফ্লেয়ার যুক্ত করা হয়েছে। মোটিফের মধ্যে পেইজলি এবং ইক্কাত মোটিফের বেশ কিছু ভেরিয়েশন রয়েছে। আমাদের হাই রেঞ্জের প্রোডাক্টের মধ্যে মসলিন, সিল্ক পাওয়া যাবে। এ ছাড়া টপ বটন সেটেও বেশ কিছু কালেকশন রয়েছে, যা গরমের জন্য উপযোগী এবং উজ্জ্বল রঙের পোশাকগুলো পার্টির জন্যও উপযোগী ।’
‘কে ক্র্যাফট’-এর স্বত্বাধিকারী খালিদ মাহমুদ জানান, ‘ছোট-বড় সবার জন্যই আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই এমন সব পোশাক থাকছে এবারের ঈদ আয়োজনে। ঈদের সালোয়ার-কামিজগুলোয় স্বস্তির জন্য যেমন ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি কাপড়, তেমনি এক্সক্লুসিভ লুক পেতে সিল্ক, জর্জেট, অরগাঞ্জা কাপড়। এ ছাড়াও রয়েছে নানা প্যাটার্নের লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট সেট এবং শাড়ি।’
তিনি আরও জানান, ‘কাঁথা স্টিচ, ফ্লোরাল, জিওমেট্রিক, মোগল, ট্রাইবাল, জামদানি, ইক্কত ও মিক্সড মোটিফের ছোঁয়া থাকছে এবারের বিভিন্ন সিরিজের পোশাকে। এ ছাড়া আরও নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।’    
রঙের ব্যাপারে তিনি বলেন, ‘মেরুন, রিগ্যাল পার্পল, গ্রে, কপার, ক্রিমসন রেড, জাভা গ্রিন, মেটালিক গ্রিন, ব্ল্যাক, টারকুইস, নেভি, অরেঞ্জ, পিচ, স্যালমন পিংক, ভায়োলেট, ল্যাভেন্ডার, বার্গান্ডি, গোল্ডেন ব্রাউন, পার্ল হোয়াইট, ম্যাজেন্টাসহ নানা  রঙের  পোশাক  এবারের ঈদে ক্রেতাদের নজর কাড়ছে।’
‘সারা লাইফস্টাইল’-এর ঈদুল আজহায় বাহারি পোশাকের থিম হচ্ছে ‘রুটস অব অ্যালিগ্যান্স’। এ কালেকশনে রয়েছে আরামদায়ক ফেব্রিক, নান্দনিক নকশা আর ট্রেন্ডি কালার প্যালেটের সমন্বয়। তাদের ঈদ পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এ ছাড়া অ্যাবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে। 
এসব পোশাকে ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি। ছেলেদের জন্য রয়েছে  পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কটি ইত্যাদি। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। শিশুদের জন্যও রয়েছে বর্ণিল পোশাকের আয়োজন। এ ছাড়া ‘সারা’য়  ফ্যামিলি মেচিং কালেকশন এবং যুগল পোশাকও ক্রেতাদের পছন্দে থাকছে।
‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাস জানান, ‘এই ঈদে পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলার আল্পনার ডিজাইন এবং ঐতিহাসিক আল হামরা মসজিদের নকশা; যা ঈদুল আজহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা।’
তিনি বলেন, ‘ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম ও স্টাইলে। তাই এবারের আয়োজনে পণ্য হিসেবে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্ট ইত্যাদি।’
সৌমিক দাস বলেন, “ঈদ যেহেতু একা মানুষের উৎসব নয়, এটি পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে উদযাপনের বিষয়। সেই ভাবনা থেকেই ‘রঙ বাংলাদেশ’ তৈরি করেছে একই ডিজানের পারিবারিক পোশাক, যা ছোট-বড় সবাইকে নিয়ে সম্মিলিত ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। পারিবারিক এ পোশাকে রং হিসেবে ব্যবহৃত হয়েছে নেভি ব্লু ও আকাশি।”
এবারের ঈদুল আজহায় টুয়েলভের আয়োজনে থাকছে ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি কালেকশন। যেখানে মোগল থিম, সফট ফ্লোরাল ডিজাইন আর প্যাস্টেল প্যালেট মিলে তৈরি করেছে এক রাজকীয় আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ। গরমের কথা মাথায় রেখে  ব্যবহার করা হয়েছে হালকা রঙের, আরামদায়ক কাপড়। যেমন– কটন, ভিসকস, মসলিন মিক্সড, লিনেন-ব্লেন্ড। স্টাইলের সঙ্গে সঙ্গে কমফোর্টও যেন ফ্যাশনের অংশ হয়, সেটাই তাদের ফোকাস বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 
রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্যাস্টেল, অফ হোয়াইট, পিচ ও মিন্ট। পোশাক  ডিজাইনে রয়েছে লুজ ফিট সিলুয়েট আর ফ্লোওয়ে কাট, যেন এই পোশাক পরে   স্বস্তিতে চলাফেরা করা যায়। নারীদের কালেকশনে রয়েছে জরি ও সিকুইনের হ্যান্ড ফিনিশ টাচ, যেখানে প্রয়োজন মেশিন এমব্রয়ডারি, সেখানেও হাতের কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

মডেল:: ইমি।। পোশাক:: লা রিভ
ছবি:: ফয়সাল সিদ্দিক কাব্য

আরও পড়ুন

×