রঙ বাংলাদেশের বর্ষার সংগ্রহ

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২৩:৫৬
কদমফুল, যা বাংলার বর্ষার প্রতীক, ভালোবাসার এক মৌন প্রতিচ্ছবি। বৃষ্টির ফোঁটার মতোই কদম ফুটে ওঠে প্রকৃতির আঁচলে নিভৃতে, কোমলতায়, যেন জলভেজা দুপুরের শান্ত প্রতিচ্ছবি। এ ফুলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে রঙ বাংলাদেশের পোশাকের গল্প। বর্ষা যেমন রোমান্টিক, কখনও বা বিষণ্ন, আবার কখনও উজ্জ্বল আনন্দের প্রতীক, তেমনি রঙ বাংলাদেশের নতুন পোশাক লাইনেও বর্ষার সেই বহুমুখী রূপ প্রতিফলিত হয়েছে। এই বিশেষ সংগ্রহে ব্যবহৃত কাপড়ের মধ্যে রয়েছে কটন, যা বেশ আরামদায়ক। সঙ্গে স্কিন প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে কদমফুলের সঙ্গে সবুজের সমারোহ। শাড়িতে ব্যবহার করা হয়েছে কটন ফেব্রিক আর ডিজিটাল প্রিন্টের চমৎকার ফুলেল সৌন্দর্য। পোশাকের ডিজাইনে কদমফুলের প্যাটার্ন, রঙের বাহুল্য এবং আবেগী নকশাগুলোর মধ্যে ‘রঙ বাংলাদেশ’-এর ঐতিহ্যের প্রতিফলন দেখা যাবে। পরিবারের সবাই মিলে বৃষ্টিবিলাস করতে বা বাইরে কোথাও বর্ষা উদযাপন করতে কদমফুল থিমের এ ফ্যামিলি সিরিজটি হবে আদর্শ। নতুন সংগ্রহের প্রতি আগ্রহী ক্রেতার জন্য রঙ বাংলাদেশের ব্র্যান্ড স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে এ পোশাকগুলো পাওয়া যাবে। v
- বিষয় :
- ফ্যাশন