শিক্ষা উপকরণ পেল শিশুরা

পটুয়াখালীর দুমকী সুহৃদের উদ্যােগে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ
মীম আক্তার বৃষ্টি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ২৩:৪২
পটুয়াখালীর দুমকীতে মেধাবী শিশু শিক্ষার্থীদের ‘স্কুলব্যাগ’ দিয়েছেন সমকালের সুহৃদরা। উপজেলা সুহৃদ সমাবেশের উদ্যোগে গত ১১ মার্চ দুপুর ১২টায় উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব মেধাবী শিশু শিক্ষার্থীকে স্কুলব্যাগ দেওয়া হয়। দুমকী উপজেলা সুহৃদ সমাবেশের সভাপতি তাহেরা আলী রুমার সভাপতিত্বে এবং জেলা সুহৃদ সমাবেশের সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম, এবিএম আসাদুজ্জামান ও কাজী মাকসুদুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এ এম ফখরুল ইসলাম, জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোসা. রুবিনা রুবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকালের দুমকী প্রতিনিধি ও উপজেলা সুহৃদ সমন্বয়ক মো. এবাদুল হক বাদল। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৈয়দা রেজওয়ানা হিমেল, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নাজমুল খান, সাধারণ সম্পাদক মোসা. হাওলাদার অনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দুমকী উপজেলা সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক মেহেরুননেসা পরশমণি ও কার্যনির্বাহী সদস্য মীম আক্তার বৃষ্টি।
পরে অতিথিবৃন্দ মেধাবী ১৫ জন শিশু শিক্ষার্থীর হাতে সমকাল সুহৃদ সমাবেশের মনোগ্রামখচিত ‘স্কুলব্যাগ’ তুলে দেন।
উপজেলা সুহৃদ সমাবেশ দুমকী, পটুয়াখালী
- বিষয় :
- শিক্ষা প্রতিষ্ঠান