ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
মহাখালী সুহৃদের উদ্যোগ

খাদ্যসামগ্রী বিতরণের আগে অতিথি ও সুহৃদরা
আব্দুস সাত্তার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ২৩:৪৫
সুহৃদ সমাবেশ মহাখালীর উদ্যোগে প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও দেশমা ফাউন্ডেশনের সহযোগিতায় রোজাদারদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ এবং এলাকার নিম্নবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়। সুহৃদ সদস্যরা পরিবারগুলোর তালিকা তৈরি করে খাদ্যসামগ্রী তাদের ঘরে পৌঁছে দেন।
এ উপলক্ষে রাজধানীর মহাখালী সুহৃদ সমাবেশের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন– সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান, প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, দেশমা ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান, উপদেষ্টা মকবুল হোসাইন, সুহৃদ সমাবেশ মহাখালীর আহ্বায়ক আব্দুস সাত্তার। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের কর্তব্য। মানুষের জন্য কাজ করা একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব, তেমনি সামাজিক দায়িত্ববোধও বটে। আমাদের আশপাশে অনেকেই আছেন, যারা তাদের সমস্যার কথা প্রকাশ করতে পারেন না এবং বিপদে কারও কাছে হাত বাড়াতে পারেন না। মহাখালীর সুহৃদরা এমন পরিবারগুলোকে খুঁজে বের করে বন্ধুত্বের হাত বাড়িয়ে পৌঁছে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যসামগ্রী। হয়তো প্রয়োজনের তুলনায় খুবই সামান্য; তবুও থেমে থাকছেন না সুহৃদ মহাখালী শাখার সদস্যরা। প্রত্যেকেরই উচিত সাধ্যমতো এমন পরিবারের জন্য এগিয়ে আসা।
উপস্থিত ছিলেন মহাখালী সুহৃদ সমাবেশের সদস্য মাইনুল মুশতাক তপু, নুরুল আমিন ফরহাদ, কামাল উদ্দিন এস এ হাসান, নুরুল ইসলাম, এস এ হাসান, আল আমীনসহ অন্য সদস্যরা। এ ছাড়া মিরপুর সুহৃদ সমাবেশের পক্ষে যুক্ত হন তানজীম রহমান জীম। অনুষ্ঠান শেষে সুহৃদরা এক সাংগঠনিক আলোচনায় পরবর্তী কার্যক্রম নিয়ে পরিকল্পনা করেন। এতে সুহৃদরা কয়েকটি নতুন কাজের প্রস্তাব করেন। পরে সবার সম্মতিক্রমে ঈদের আগে পথশিশুদের নিয়ে একটি কার্যক্রম হাতে নেওয়া হয়। সুহৃদদের ব্যক্তিগত চাঁদায় শিশুদের ঈদের পোশাক দেওয়ার বিষয়ে সবাই একমত প্রকাশ করেন।
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, মহাখালী
- বিষয় :
- ইফতার বিতরণ