ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কবিতা

চৈত্র শেষে বৈশাখ এলো, উঠল বেজে ঢাক…

চৈত্র শেষে বৈশাখ এলো, উঠল বেজে ঢাক…

অলংকরণ:: তন্ময় শেখ

সুহৃদ সমাবেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ১৮:১৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ১৮:২০

চৈত্র শেষে বৈশাখ এলো, উঠল বেজে ঢাক… 


বর্ষবরণ
শেখ একেএম জাকারিয়া


চৈত্র শেষে বৈশাখ এলো, উঠল বেজে ঢাক,
আজ আমাদের বর্ষবরণ– পহেলা বৈশাখ।
বৈশাখ এলো ঝড়-বাদলে, ভয়ে কাঁপে বুক,
ঝড়ের পরে আম কুড়াতে লাগে মজার সুখ।
গাঁয়ের মাঠে বসছে মেলা, উঠল বেজে ঢোল,
গাছের শাখায় উঠল হেসে নানা রঙের ফুল।
মেলায় চলে জারি-সারি, আউল-বাউল গান,
নাগরদোলা, পুতুলনাচে জুড়ায় সবার প্রাণ।
কেউবা বাজায় বাঁশের বাঁশি, কেউবা বাজায় শাঁখ,
আজ আমাদের বর্ষবরণ– পহেলা বৈশাখ।

ঢাক বাদকের ঢাক
আকিব শিকদার

ঢাক বাদক!
বাজাও তোমার ঢাক–
বটতলাতে এসেছে বৈশাখ।
 
তোমার ঢাকের সপ্তমধুর তাল
আনুক ডেকে নতুন দিনের শুরু
পুরোনো সব জীর্ণতা আর আবর্জনার পাল
এক নিমেষেই হোক না উরুউরু।

ঢাক বাদক!
রাখ হাতে কাজ–
ঢাক বাজানোর সময় এলো আজ।

ভাবুক সবাই কালবোশেখির কাল
বজ্র বুঝি ডাকছে গুরুগুরু
ঘুমিয়ে যারা রইল চিরকাল
হৃদয় তাদের কাঁপুক থরোথরো।

ঢাক বাদক!
দুঃখের নিপাত যাক–
সুখ সমুদ্রে জোয়ার তুলুক ঢাক।


তোমার প্রতীক্ষায়
জহিরুল হক বিদ্যুৎ


ঝড়-বৃষ্টি এলো বুঝি প্রচণ্ড দমকায়
আকাশে মেঘে মেঘে বিদ্যুৎ চমকায়
চারিদিক গাছপালা হেলেদুলে নড়ছে
বৈশাখ আসছে, বৈশাখ আসছে।
তোমার বরণে তাই প্রতীক্ষার প্রহরে
আনন্দ শোভাযাত্রা হবে গ্রাম-শহরে
চারিদিকে হবে মেলা উৎসুক বাড়ছে
বৈশাখ আসছে, বৈশাখ আসছে।
আমগাছে মুকুলের কী শোভা আহারে
মৌমাছির নাচানাচি ফুলেদের বাহারে
প্রকৃতির এ সম্ভার ফুলে ফলে সাজছে
বৈশাখ আসছে, বৈশাখ আসছে।
লাল-সাদা শাড়ি পরে রমণীরা আসবে
রমনার ওই বটমূলে গানে গানে মাতবে
পান্তা-ইলিশ খাবে সবাই মনটা নাচছে
বৈশাখ আসছে, বৈশাখ আসছে।

 

নতুন দিনে
সাঈদ সাহেদুল ইসলাম

উঠল জেগে সূর্য আগের
আজকে তবু দিন নতুন,
সেই নতুনের শপথ নিয়ে
ভালো কাজে চিহ্ন রাখুন।

লাভ হবে না রাখলে তবে
নতুন জামা অঙ্গে থাক,
হিংসা ও দ্বেষ দূরে রেখে
চিন্তা শুভ সঙ্গে থাক।

আজকে থেকে দেখি যেন
মানুষ-মানুষ দ্বন্দ্ব নেই,
আসব সবাই সবার কাজে
প্রেম-পিরিতির বন্ধনেই।

শুভ পথেই ছুটব আবার
পুষ্পভরা পাইতে ঘ্রাণ,
চাই সে গতি– একই সুরে
হাসিমুখে গাইতে গান।

 

বৈশাখের রৌদ্র দহন
শারমিন নাহার ঝর্ণা

তোমাকে দেখার তৃষ্ণা বড়ই কঠিন যেন
বৈশাখের প্রখর রোদ্র দহন,
হৃদয়ের উঠোনজুড়ে বেদনার মেলা বসেছে
মনের নাগরদোলায় বিষাদগুলো দোল খায়,
মাঝে মধ্যে কিছু দুঃখ রঙিন ঘুড়ি হয়ে
উড়ে যায় সুদূর নীল আকাশে।
আবার বৈশাখী ঝড় হয়ে ফিরে আসে
নির্লিপ্ত এই ছলছল দু’চোখে।
অপেক্ষায় দু’চোখে জাগে বেদনার চড়,
জানি না কবে আলোকিত হবে মনের ঘর।

আরও পড়ুন

×