ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে খাবার বিতরণ

‘কবে যে বিরিয়ানি খাইয়াছি মনে নাই’

‘কবে যে বিরিয়ানি খাইয়াছি মনে নাই’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় ছিন্নমূল, ভবঘুরে ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন সুহৃদরা

একেএস রোকন

প্রকাশ: ০৬ মে ২০২৫ | ০০:০৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় ছিন্নমূল, ভবঘুরে ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন সুহৃদরা। ৩ মে সুহৃদ সমাবেশ গোমস্তাপুর উপজেলা ইউনিটের আয়োজনে পঞ্চাশের অধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় দুপুরের খাবার।
রহনপুর স্টেশন চত্বরের প্ল্যাটফর্মে কয়েক দিন ধরে শুয়ে থাকা অসহায় ছিন্নমূল মহিলা রহিমা বেগম জানান, ‘হামি (আমি) খুব খুশি হইয়াছি। কবে যে বিরিয়ানি খাইয়াছি (খেয়েছি) মনে নাই। আল্লাহ তোরঘে (তোমাদের) ভালো করুক বাপু।’
রাস্তার পাশে না খেয়ে ঘুরতে থাকা অনেকেই খাবার পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানান।
শাহীন আলম বলেন, ‘দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এ আয়োজন খুবই ভালো উদ্যোগ। সবাই এগিয়ে এলে শুধু আজ নয়, এমন উদ্যোগ প্রতিদিনই হতে পারে।’
কর্মসূচি নিয়ে মুরশেদুল হাসান সাগর বলেন, ‘শহরের বিভিন্ন স্থানে এসব মানুষ মুড়ি বা নষ্ট খাবার খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা শহর ঘুরে ঘুরে পঞ্চাশের অধিক ছিন্নমূল মানুষের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দিয়েছি। এ উদ্যোগ অব্যাহত রাখার বিষয়েও আমরা চিন্তা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ সভাপতি মুরশেদুল হাসান সাগর, সাধারণ সম্পাদক সিফাত শাহারিয়ার কিয়াম, প্রচার-প্রচারণা সম্পাদক আমির হামজা, সমাজকল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক শাহীন আলম, আজিজুল, সম্রাট রেজা, ইমতিয়াজ প্রমুখ।
এর আগে প্রস্তুতি সভায় স্থান, সময় ও খাবারের সংখ্যা নির্ধারণ করা হয়। সবার সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় কর্মসূচি বাস্তবায়িত হয়।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ 
 

আরও পড়ুন

×