ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খাদ্যসামগ্রী পেল দুস্থরা

খাদ্যসামগ্রী পেল দুস্থরা

খাদ্যসামগ্রী তুলে দেন সুহৃদরা

রাশেদুল ইসলাম

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ০০:২৮

ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়। দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা দেয়। সেই প্রেরণায় কুড়িগ্রামের রাজারহাট সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’ কর্মসূচি। সুহৃদদের শ্রম ও অর্থায়নে হতদরিদ্র কিছু মানুষের মুখে হাসি ফোটাতে তাদের জন্য আলাদা করে ঈদের দিন কোরবানি দেওয়া হয়। মাংস কেটে প্যাকেটজাত করেন সুহৃদরাই। পরে মাংস এবং সঙ্গে খাবারের চাল বিতরণের জন্য প্যাকেট করা হয়। ঈদের দিন বিকেলে রাজারহাট প্রেস ক্লাবে নির্ধারিত সংখ্যক পরিবারের সদস্যদের হতে তুলে দেওয়া হয় সেই খাদ্যসামগ্রীর প্যাকেট। 
কোরবানির মাংস ও চাল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন উপজেলার খুলিয়াতারী গ্রামের রাবেয়া বেগম (৬২)। তিনি বলেন, ‘তোমার সমকাল কোরবানির মাংস না দিলে এবারে ঈদে মাংস খাওয়া হতো না।’ চাকিরপশার পাঠক গ্রামের আবু বক্কর বলেন, ‘তোমরা ছাড়া ঈদোত গোস্ত নেওয়ার জন্যে কাইয়ো ডাকায় নাই।’  
অনুষ্ঠানে রাজারহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সুহৃদ সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ, সুহৃদ নুরুন্নবী, মাসুদ রানা, মিরাজ, আতাউল গনিসহ স্থানীয় সাংবাদিক ও সুহৃদরা উপস্থিত ছিলেন। v

আরও পড়ুন

×