ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফি বা চার্জ লাগে যেসব ক্ষেত্রে

ফি বা চার্জ লাগে যেসব ক্ষেত্রে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ২৩:৪৬ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১০:৫৮

দেশের অভ্যন্তরে ন্যাশনাল পেমেন্টে সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও কার্ড স্কিমগুলোর মাধ্যমে সম্পাদিত লেনদেনের কিছু ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে চার্জ বা ফি আদায় করা হয়। ফি বা চার্জগুলো বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে অটোমেটেড ট্রেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেলস (পিওএস), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি), বাংলা কুইক রেসপন্স (কিউআর) এবং সরকারি চালান সম্পর্কিত আলাদা আলাদা নির্দেশনা রয়েছে।

অটোমেটেড ট্রেলার মেশিন
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এনপিএসবির আওতায় একটি ব্যাংকের গ্রাহক ভিন্ন ব্যাংকের অটোমেটেড ট্রেলার মেশিন (এটিএম) ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে লেনদেনপ্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ২০ টাকা, স্থিতি অনুসন্ধানের জন্য সর্বোচ্চ ৫ টাকা এবং খুদে বিবরণীর জন্য সর্বোচ্চ ৫ টাকা, তহবিল স্থানান্তরের জন্য সর্বোচ্চ ১০ টাকা এবং নগদ অর্থ জমার জন্য সর্বোচ্চ ২০ টাকা। এগুলোতে ভ্যাট অন্তর্ভুক্ত। এই চার্জ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে। নগদ অর্থ উত্তোলন ব্যতীত অন্যান্য লেনদেনের সার্ভিস চার্জ বাবদ উল্লিখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান তাদের গ্রাহকের কাছ হতে আদায় করতে পারবে। তবে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৫ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) গ্রাহকের কাছ হতে আদায় করতে পারবে।

পয়েন্ট অব সেলস
এনপিএসবির আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলস (পিওএস) বা পস ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্ট হতে মোট লেনদেনের অন্যূন ১.৬ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট আদায় করতে পারবে, যার মধ্য হতে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) বাবদ ১.১ শতাংশ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে। এ লেনদেনের ক্ষেত্রে আইপিএসগুলোর নেটওয়ার্ক ব্যবহৃত হলে কার্ডের ধরনভেদে আইআরএফ বাবদ উল্লিখিত চার্জের অতিরিক্ত ০.২ শতাংশ হারে ফি ধার্য করতে পারবে। দেশের অভ্যন্তরে পস ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে লেনদেনপ্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হয়েছে, যা গ্রাহকের কাছ থেকে আদায়যোগ্য। এই চার্জ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে। ফি বা সার্ভিস চার্জ কোনোভাবেই গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না।

ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার
এনপিএসবির আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে লেনদেনপ্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হয়েছে, যা অরিজিনেটিং ব্যাংক তাদের গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে।  

বাংলা কিউআর
দেশের অভ্যন্তরে নট ‘অন-আস’ বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিক রিটেইল হিসাবে মাইক্রো মার্চেন্ট পেমেন্টের জন্য অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্ট হতে মোট লেনদেনের অন্যূন ০.৭ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করবে, যার মধ্য হতে ০.৪ শতাংশ আইএফআর বাবদ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে।

সরকারি চালান
কার্ডের মাধ্যমে সরকারি পরিষেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে মার্চেন্ট ক্যাটেগরি কোড (এমসিসি)-৯২১১ (কোর্ট কস্টস ইনক্লুডিং অ্যালিমনি অ্যান্ড চাইল্ড সাপোর্ট), এমসিসি-৯২২২ (ফাইনস),  এমসিসি-৯৩১১ (ট্যাক্স পেমেন্টস)-এ প্রদেয় পরিষেবাসমূহ ব্যতীত অন্যান্য সরকারি পরিষেবার বিপরীতে চালান পরিশোধের ক্ষেত্রে এমসিসি-৯৩৯৯ ব্যবহৃত হবে এবং এমসিসি-৯৩৯৯ এর বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না।
এমসিসি-৯৩৯৯ এর বিপরীতে  কার্ড লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত কার্ডের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা আদায় করবে, যার মধ্যে ৫ টাকা কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে। ২৫ হাজার টাকার বেশি এ জাতীয় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রচলিত ফি বা চার্জ প্রযোজ্য হবে।

আরও পড়ুন

×