ব্যাংকিং
ইসলামী ব্যাংকে ঋণ জালিয়াতি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৭:৩৬
অক্টোবরে ইসলামী ব্যাংক থেকে বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ বের করার বিষয় জানাজানি হয়। ভালো ব্যাংক হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির এ দশার ধাক্কা লেগেছে পুরো খাতে
দেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিতি ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। অন্য ব্যাংককে স্বল্পমেয়াদে নিয়মিত ধার দিত এই ব্যাংক। কিন্তু বিদায়ী বছরে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের ঋণ দেওয়ার ঘটনা জানতে পারে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হওয়ায় দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক অঙ্গনে, এমনকি জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে; বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও সমালোচনা হয়। এর পরিণতিতে ইসলামী ব্যাংকের আমানত ব্যাপক কমে গেছে। ব্যাংকটি এখন সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্যাংক থেকে ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়া, ঋণ অনিয়ম, সুশাসনের অভাবসহ বিভিন্ন কারণে এ খাত নিয়ে এমনিতেই মানুষের মধ্যে উদ্বেগ ছিল। এর মধ্যে গত অক্টোবরে ইসলামী ব্যাংক থেকে বেনামে ঋণ বের করার বিষয়টি জানাজানি হয়। ভালো ব্যাংক হিসেবে পরিচিত ব্যাংকটির করুণ দশার ধাক্কায় পুরো খাত চাপে পড়েছে; ব্যাংক খাতের আমানতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
ইসলামী ব্যাংকের বেনামি ঋণ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিশদ পরিদর্শনের উদ্যোগ, এস আলম গ্রুপের কর্তৃত্বে পরিচালিত ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পর্ষদে পর্যবেক্ষক বসানো ও অনিয়মের মাধ্যমে ঋণ বের করায় অভিযুক্ত পাঁচটি ব্যাংকের দৈনিকভিত্তিক তথ্য নেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেসরকারি খাতে দেশের প্রথম প্রজন্মের ইসলামী ব্যাংকে ২০১৭ সালে মালিকানায় আসে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। ২০১০ সাল থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক থাকলেও ২০২০ সালে হঠাৎ করে তা প্রত্যাহার করা হয়। এরপর ব্যাংকটির ঋণ দ্রুত বাড়লেও নীরব ছিল কেন্দ্রীয় ব্যাংক। গত সেপ্টেম্বরে রাজশাহীভিত্তিক নাবিল গ্রুপের সঙ্গে সংশ্নিষ্ট বিপুল পরিমাণ ঋণ অনিয়মের তথ্য পায় কেন্দ্রীয় ব্যাংক। এসব ঋণ ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত বেনামি ঋণ বলে সন্দেহ করা হয়। বাংলাদেশ ব্যাংক আরও জানতে পারে, বেশি কিছু প্রতিষ্ঠানে বড় অঙ্কের ঋণ বিতরণের ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়নি। বাংলাদেশ ব্যাংক এখন ইসলামী ব্যাংকের বিভিন্ন ঋণের বিষয়ে অধিকতর তদন্ত করছে। ব্যাংকটিকে আলাদাভাবে বিশেষ তদারকির মধ্যে আনা হয়েছে।
- বিষয় :
- ইসলামী ব্যাংক
- ঋণ জালিয়াতি
- ব্যাংকিং