ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আমাদের নিবেদন

বাংলাদেশের হৃদয় হতে

বাংলাদেশের হৃদয় হতে

--

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ১২:০০

করোনা মহামারির আঘাত সামলে ঘুরে দাঁড়াচ্ছে পৃথিবী। বাংলাদেশও ফিরতে শুরু করেছে পরিবর্তিত স্বাভাবিকতায়। এমনই এক নতুন বাস্তবতায় সমকাল পদার্পণ করেছে প্রতিষ্ঠার সতেরো বছরে। মহামারিতে পুরো বিশ্বই আজ নানামাত্রিক ক্ষতির সম্মুখীন। থমকে গেছে অর্থনীতির চাকা। বাংলাদেশও এর বাইরে নয়। থমকে যাওয়া জীবন এগিয়ে নিতে শুরু হয়েছে নতুন লড়াই। মানুষের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়। অন্ধকার আছে, তবু তার ভেতর থেকে উৎসারিত আলোয় আমাদের এগিয়ে যেতে হবে। এই বছরটি আমাদের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর বছর। আমরা পালন করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের নানা কর্মসূচিও। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই আমাদের মূল প্রতিপাদ্য- 'বাংলাদেশের হৃদয় হতে'। সম্ভাবনার এই উর্বর মাটিতে বারবার বাধা এসেছে। তবু প্রবল বীরত্ব আর সাহস নিয়ে সেসব বাধা আমরা পেরিয়ে এসেছি। আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা- একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।
প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনব্যাপী বিশেষ আয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্নিহিত সাহস ও অনিঃশেষ শক্তিকেই উপস্থাপন করতে চাই। এতে দেশের বরেণ্য ও খ্যাতিমান বুদ্ধিজীবী-গবেষকদের বিশ্নেষণে উঠে এসেছে আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিক্ষেত্রের ঘাটতি ও সফলতার কথা। বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিশ্নেষণ থাকছে আমাদের আয়োজনে। সমকাল-এর আত্মপ্রত্যয়ী যাত্রায় নিরন্তর পাশে আছেন পাঠক, লেখক ও বিজ্ঞাপনদাতারা। আপনাদের অসামান্য সমর্থন ও অংশগ্রহণ আমাদের যাত্রা নিরন্তর অক্ষুণ্ণ ও প্রাণবন্ত রেখেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের প্রতি আমাদের অভিবাদন ও অফুরন্ত শুভেচ্ছা।

মুস্তাফিজ শফি

আরও পড়ুন

×