ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাক্ষাৎকার

ঋণের পরিধি বাড়াতে চাই

ঋণের পরিধি বাড়াতে চাই

আহসান-উজ জামান

আহসান-উজ জামান, এমডি ও প্রধান নির্বাহী, মিডল্যান্ড ব্যাংক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ০৩:৫৯ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ১৬:২৩

সমকাল: দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদানকে আপনি কীভাবে দেখেন?

আহসান-উজ জামান: শিল্পোন্নত ও উন্নয়নশীল বিশ্বে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় এবং শিল্পের ভূমিকা ঐতিহাসিকভাবে সমাদৃত। অধিক জনসংখ্যা ও সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশে স্বল্প পুঁজিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষ্ঠু শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ও শিল্পের বিকল্প নেই। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় এবং শিল্প খাতে প্রায় ৭৮ লাখ প্রতিষ্ঠান রয়েছে, যেখানে আমাদের দেশের একটি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বস্তুত বাংলাদেশকে শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত করার ক্ষেত্রে এসএমই অনুঘটকের ভূমিকা রাখছে। এ খাতের বিকাশের মাধ্যমেই ত্বরান্বিত হবে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠন।

সমকাল: মিডল্যান্ড ব্যাংক এসএমই খাতের উন্নয়নে কী কী কাজ করছে?

আহসান-উজ জামান: মিডল্যান্ড ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে কার্যক্রম শুরুর থেকেই অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম করতে বদ্ধপরিকর। এর ধারাবাহিকতায় মিডল্যান্ড ব্যাংক এ খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়াতে সব সময় সচেষ্ট। ব্যাংকটি শুরু থেকেই সেন্ট্রালাইজড এসএমই ডিভিশন, শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে এসএমই ঋণের প্রাপ্যতা নিশ্চিত করে আসছে। এসব ঋণ যেন খাত ভিত্তিতে সঠিক গ্রাহকের কাছে বিপণন কর্মীরা সহজে পৌঁছে দিতে পারেন, সে জন্য মিডল্যান্ড ব্যাংকের রয়েছে একগুচ্ছ এসএমই ঋণপণ্য।   

সমকাল: এসএমই খাতে কী পর্যাপ্ত অর্থায়ন হচ্ছে? 

আহসান-উজ জামান: বাংলাদেশ ব্যাংকের এসএমই মাস্টার সার্কুলার অনুযায়ী প্রতিটি ব্যাংকের জন্য তাদের মোট ঋণ পোর্টফোলিওর একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এসএমই ঋণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে এ লক্ষ্যমাত্রা অর্জনের সার্বিক অগ্রগতি তদারক করে থাকে বিধায় ব্যাংকগুলো এসএমই খাতে পর্যাপ্ত অর্থায়ন করছে। ব্যাংকের নিজস্ব ঋণ নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের বিবিধ নিয়মকানুন পরিপালনপূর্বক ঋণগ্রাহকরা অনেক সময় তাদের ব্যবসায়িক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র বা দলিল গুছিয়ে জমা দিতে বিলম্ব করে, যার ফলে ঋণ অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হয়।

সমকাল: এসএমই খাতের উন্নয়নে আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই।

আহসান-উজ জামান: এসএমই খাতের উন্নয়নে মিডল্যান্ড ব্যাংক ইতোমধ্যে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা শাখা ও উপশাখা পর্যায়ে এবং এজেন্ট ব্যাংকিং চ্যানেলে এসএমই ঋণের পরিধি বাড়াতে চাই। ক্লাস্টার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ঋণপ্রবাহ বাড়াতে চাই। এ ছাড়া এসএমই সেন্টারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ এবং ডিজিটাল এসএমই ঋণ প্রচলনসহ নানা পরিকল্পনা আমাদের রয়েছে। 

আরও পড়ুন

×