ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফাইনালের যে মুহূর্তগুলো বেঁচে থাকবে

ফাইনালের যে মুহূর্তগুলো বেঁচে থাকবে

প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন বুনেছিল প্রোটিয়ারা। হেরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারা এভাবে হতাশায় মুচড়ে পড়েন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ১৯:০০ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ২১:২৫

প্রথমবার আইসিসির টুর্নামেন্টের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে প্রোটিয়াদের। ছবিতে শিরোপা জয়ী ভারত ও রানার্স আপ দক্ষিণ আফ্রিকার কিছু মুহূর্ত তুলে ধরা হলো। 

শচীন, শেহবাগ, ধোনি, বিরাট, রোহিতরা বিশ্বকাপ জিতেছেন। শুধু মুকুটহীন রাজা ছিলেন রাহুল দ্রাবিড়। তার জন্য জিততে চেয়েছিল দল। জয়ের পর তাকে মাথায় তুলে ভারতের ক্রিকেটারদের উল্লাস। ছবি: এএফপি

বিশ্বকাপ হেরে হতাশায় ডুবেছেন অন্যদের মতো তাবরেজ শামসি। পরিবারকে আকড়ে স্বান্তনা খোঁজার চেষ্টা তার। ছবি: এএফপি

বিশ্বকাপ জিতে পিচের মাটি মুখে দিয়েছেন রোহিত শর্মা। উল্টো চিত্র ডেভিড মিলারের ক্ষেত্রে। আক্ষেপ নিয়ে উইকেটের মাটির দিকে তাকিয়ে আছেন তিনি। ছবি: এএফপি

বিরাট ও রোহিতের সম্পর্ক নিয়ে মিডিয়ায় অনেক কথা হয়েছে। দল নাকি দুই ক্রিকেটারে বিভক্ত এমনও বলা হয়েছে। এই ছবি যেন মুছে দিয়েছে সব কালিমা। ছবি: এএফপি

যেকোন সাফল্যের কিছু ছবি থাকে বাঁধিয়ে রাখার মতো। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলির হাস্যেজ্জ্বল এই ছবিটি তেমনই। ছবি: এএফপি

টি-২০ বিশ্বকাপ দিয়ে সব শিরোপা জয়ের কীর্তি গড়েছেন কোহলি। শিরোপায় আদুরে চুমু কোহলির। ছবি: এএফপি

আরও পড়ুন

×