ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফুটবল আয়োজনে নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ইরান

ফুটবল আয়োজনে নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ইরান

ছবি: আলজাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৩:৩২

ইরানে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। ইরান ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। বেআইনি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান হায়দার বেহারবন্ড জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশন, ক্লাব এবং অন্যান্য ফুটবল কতৃপক্ষ অবশ্যই এর বিপক্ষে দাঁড়াবে এবং এএফসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ করবে।

মার্চ থেকে জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ আছে ইরানের। এর মধ্যে দুটি ম্যাচ ঘরের মাঠে খেলার কথা আছে দেশটির। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় তবে এএফসি চ্যাম্পিয়নশিপ থেকে চারটি দলই প্রত্যাহার করে নেবে তারা।

এএফসি চ্যাম্পিয়নশিপে পার্সেপোলিস, এস্তেগলাল, সিপাহান এবং শাহর খোদ্রো এই চারটি দল আছে ইরানের। এর আগে এএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের চার দলের ঘরের মাঠের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলানো হবে। তবে ইরানের ফুটবল আয়োজনে কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার কারণ উল্লেখ করেনি এএফসি কিংবা ইরান ফেডারেশন।

হায়দার ইরানে ম্যাচ আয়োজন করা নিয়ে বলেন, 'অবশ্যই আমরা ঘরের মাঠে ম্যাচ আয়োজন করবো। এটা আমাদের জনগণের অধিকার। আমাদের দর্শকদের দেশের মাটিতে ম্যাচ দেখা থেকে আমরা বঞ্চিত করতে পারি না। এটা আমাদের অধিকার এবং আমরা আমাদের সিদ্ধান্তে দৃঢ়।' এছাড়া এএফসিতে ইরানি দলগুলোর দর্শকদের সামনে খেলার সুযোগ প্রাপ্য বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×