পেস কমে যাওয়ায় বাদ জায়েদ

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ০৫:১৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ০৫:১৭
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ওই টেস্টের দল থেকে বাদ পড়েছেন দুই টেস্ট ক্রিকেটার সাদমান ইসলাম ও আবু জায়েদ।
সামদান অফ ফর্মের জন্য বাদ পড়েছেন। জিম্বাবুয়ে সফরে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের দশ ইনিংসে তিনি কোন ফিফটি পাননি। সর্বোচ্চ ইনিংস ২২। এছাড়া সাত ইনিংসে তিনি দশ রানের ঘরেই ঢুকতে পারেননি। তার বাদ পড়া অনুমিতই ছিল। নির্বাচকরা অফ ফর্মের কারণে তাকে বাদ দেওয়ার কথা জানিয়েছে।
তবে পেসার আবু জায়েদ বাদ পড়েছেন কোন ম্যাচ না খেলে। তিনি জিম্বাবুয়ে সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি তার। ঘরের মাঠে গত বছরের নভেম্বরে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন। তবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে থাকলেও ম্যাচ খেলা হয়নি।
ম্যাচ না খেলেই এই পেসার তার রিদম হারিয়েছেন। সেটাই তার বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘আবু জায়েদকে অনুশীলন ম্যাচের দলে রাখা হয়েছে। সে বোলিংয়ে কিছুটা গতি হারিয়েছে। সেজন্য তাকে টেস্ট দলে রাখা হয়নি। ঘাটতি পূরণ করে দ্রুতই সে দলে ফিরবে বলে আশা করছি।’
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।